শক্তিস্তরের চিত্রের সাহায্যে Rayleigh বিচ্ছুরণ স্টোক এবং এন্টিস্টোক Raman বিচ্ছুরণ ব্যাখ্যা ৬+৪=১০ করুন। স্টোক লাইনগুলো এন্টি স্টোক লাইনগুলো থেকে কেন তীব্র হয়?
একটি হোমোনিউক্লিয়ার ডাইএটমিক অণু IR নিষ্ক্রিয় কিন্তু Raman সক্রিয়, কেন?
এলুয়েন্ট
টেইলিং
Rf মান
তাত্ত্বিক প্লেট ও প্লেট উচ্চতা কাকে বলে? ক্রোমাটোগ্রাফিয় পদ্ধতির দক্ষতা বর্ণনায় এদের গুরুত্ব আলোচনা করুন।
কলাম ক্রোমাটোগ্রাফির সাহায্যে কোনো মিশ্রণের উপাদান পৃথক করার কৌশল বর্ণনা করুন।
বাস্তব গ্যাস কাকে বলে? বাস্তব গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করুন ।
গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে (i) অ্যাভোগাড্রোর সূত্র (ii) গ্যাসের গতিশক্তির সমীকরণ প্রতিপাদন করুন।
25°C তাপমাত্রায় একটি নাইট্রোজেন অণুর গড় গতিশক্তি হিসাব করুন
হিমাংক অবনমন কী? হিমাঙ্কের অবনমন সম্পর্কিত রাউন্টের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করুন।
মোলারিটি ও মোলালিটির সংজ্ঞা লিখুন। এদের মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন?
কোনো দ্রবণের PH এর মান 7.50 হলে, ঐ দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা নির্ণয় করুন
উদাহরণসহ অম্ল ও ক্ষারকের প্রোটনীয় মতবাদ ব্যাখ্যা করুন।
বাফার দ্রবণ কী? একটি অগ্নীয় বাফার দ্রবণের ক্রিয়া-কৌশল উদাহরণসহ ব্যাখ্যা করুন।
0-1M CH3COOH দ্রবণের PH গণনা করুন ।
দেয়া আছে, CH3COOH- এর Ka = 1-8×10-5
যোজনী স্তরের ইলেকট্রন যুগল বিকর্ষণ (VSEPR) মতবাদ বর্ণনা করুন।
মিথেন ও অ্যামোনিয়ার অণুতে বন্ধন কোণের ভিন্নতার কারণ ব্যাখ্যা করুন।
পরমাণুর ইলেকট্রন বিন্যাসে (n + 1) নিয়ম কী? উদাহরণসহ ব্যাখ্যা করুন।
ইলেকট্রন আসক্তি বলতে কী বুঝ? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন? ব্যাখ্যা করুন।