তাপমাত্রা
নিম্ন আণবিক ভরবিশিষ্ট অ্যালকোহলসমূহ পানিতে দ্রবণীয়-ব্যাখ্যা করুন।
গ্রীষ্মের দিনে কম আর্দ্রতাবিশিষ্ট দিনের তুলনায় বেশি অর্দ্রতাবিশিষ্ট দিনে আপনি অধিকতর উষ্ণ অনুভব করেন কেন?
বাফার ক্ষমতা বলতে কী বুঝায়?
হাইড্রোজেন ক্লোরাইডের তুলনায় হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাংক বেশি-ব্যাখ্যা করুন।
Na+ ও Ne এর ইলেকট্রন বিন্যাস এক হওয়া সত্ত্বেও Na+ এর ১ম আয়নীকরণ শক্তির মান বেশি- ব্যাখ্যা করুন।
পৃথিবীর বিভিন্ন স্থানে গ্রীন হাউজ গ্যাসের ঘনমাত্রার তারতম্যের কারণগুলি কী?
ক্লোরোফরমকে রঙিন বোতলে রাখা হয় কেন?
তাপধারণ ক্ষমতা কী? স্থির চাপে একটি পদার্থের তাপধারণ ক্ষমতা তার স্থির আয়তনে তাপধারণ ক্ষমতা অপেক্ষা বেশি ব্যাখ্যা করুন।
জুল-থমসন প্রভাব কী? জুল-থমসন সহগের মান ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হলে কী হবে?
State function এবং Path function কী? P বনাম V চিত্রে এডিয়েবেটসগুলো আইসোথার্মের চেয়ে খাড়া হয় কেন?
আপেক্ষিক এবং তুল্য পরিবাহিতার সংজ্ঞা দিন। তাদের মধ্যে সম্পর্ক প্রতিপাদন করুন।
বাফার দ্রবণ কী? একটি শক্তিশালী এসিড এবং তার কনজুগেট ক্ষারের দ্রবণ বাফার দ্রবণ হিসাবে কাজ করে না কেন?
দুর্বল এসিড-কে তীব্র ক্ষার দিয়ে pH টাইট্রেশন এর চিত্র অংকন করুন। চিত্রে নিম্নে উল্লিখিত পয়েন্টগুলো চিহ্নিত করুন:
(i) equivalent পয়েন্ট,
(ii) বাফারিং অঞ্চল এবং
(iii) pH = pKa
জ্যামিতিক সমাণুতার শর্তসমূহ লিখুন।
বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল আলোচনা করুন।
নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ায় ইথান্যাল প্রোপানোন অপেক্ষা অধিক সক্রিয়-ব্যাখ্যা করুন।
ফেনলের অম্লীয় প্রকৃতি আলোচনা করুন।
অলিয়াম কী? SO2 এর বিরঞ্জন ধর্ম ব্যাখ্যা করুন।
তেজস্ক্রিয় মৌলের অর্ধ-জীবন ও ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক প্রতিপাদন করুন।