ফ্লোরিনের ইলেক্ট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি কেন?
- NH2 গ্রুপ বেনজিন চক্রকে সক্রিয় করে এবং তা অর্থো-প্যারা নির্দেশক, আলোচনা করুন।
অ্যালকালয়েডসমূহ ক্ষারীয় কেন?
α-অ্যামিনো এসিডের সমতড়িৎ বিন্দু ব্যাখ্যা করুন।
তাপহারী বিক্রিয়ার জন্য সক্রিয়ন শক্তির চিত্রটি অংকন করুন।
বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্বের উপর অবস্থান্তর অবস্থা তত্ত্বের দুটি সুবিধা লিখুন।
ক্রোমোফোর ও অক্সোক্রোম এর সংজ্ঞা লিখুন।
13C NMR সক্রিয় অথচ 12C নয়, কেন?
কোয়ান্টাইযেশন শক্তির অর্থ কী?
CH3COCH2CH2 এর সম্ভাব্য nmr বর্ণালি অংকনপূর্বক ব্যাখ্যা করুন।
মাইক্রোওয়েভ সক্রিয় হওয়ার জন্য অণুর কী শর্ত থাকা প্রযোজ্য?
বিজারক ও অবিজারক চিনি কাকে বলে?
ফ্রনটিয়ার আণবিক অরবিটাল তত্ত্বের মৌলিক নীতিসমূহ কী কী? উপযুক্ত উদাহরণসহ উল্লেখ করুন।
স্ট্রেপ্টোমাইসিনের ক্লিনিক্যাল ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া বর্ণনা করুন।
α-,β-ও γ- y-অ্যামিনো এসিডের উপর তাপের প্রভাব বর্ণনা করুন।
আণবিক আয়নের Peak-এর বৈশিষ্ট্যসমূহ লিখুন।
উপযুক্ত উদাহরণের সাহায্যে ম্যাকলাফার্ট পুনর্বিন্যাস ব্যাখ্যা করুন।
ভর বর্ণালিতে CH3CH2COOH এর খণ্ডায়নগুলো দেখান।
গ্লুকোজ ও ফ্রুক্টোজের পারস্পরিক রূপান্তর বর্ণনা করুন।
NMR বর্ণালিমিতির মূল তত্ত্ব আলোচনা করুন।