কোন কোন শর্তে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? ভ্যান্ডার ওয়ালস্ ধ্রুবক a ও b এর তাৎপর্য লিখুন।
তেজস্ক্রিয় গড় আয়ু বলতে কী বুঝেন? তেজস্ক্রিয় গড় আয়ুর সাথে ক্ষয়, ধ্রুবকের সম্পর্কযুক্ত সমীকরণটি প্রতিপাদন করুন।
বর্গমূল গড় বর্গবেগ কী? 27°C তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ হিসাব করুন।
অসমোটিক চাপ কাকে বলে? অসমোটিক চাপ হতে কোনো পদার্থের আণবিক ভর নির্ণয়ের সমীকরণটি প্রতিপাদন করুন।
ফুটনাংক উন্নয়ন সম্পর্কিত রাউন্টের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করুন।
100g পানিতে 6g ইউরিয়া দ্রবীভূত করলে উদ্ভূত দ্রবণের স্ফুটনাংক কত হবে? [পানির Kb = 0.514K kg/mol]
ফাজানের নিয়মসমূহ বর্ণনা করুন। NaCl ও CuCl এর মধ্যে কোনটি অধিক সমযোজী এবং কেন? ব্যাখ্যা করুন।
ডাইপোল মোমেন্ট কী? ডাইপোল মোমেন্টের সাহায্যে পানির অণুর প্রকৃতি ব্যাখ্যা করুন।
বাফার দ্রবণ কাকে বলে? একটি ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া-কৌশল উদাহরণসহ ব্যাখ্যা করুন।
সংকরণ কাকে বলে? অ্যালকেনে কার্বনের সংকরণ উদাহরণসহ ব্যাখ্যা করুন।
ফরমিক এসিড, এসিড ও অ্যালডিহাইড উভয়রূপে কাজ করে-ব্যাখ্যা করুন।
ট্রিপল সুপার ফসফেট বা টি.এস.পি এর শিল্প উৎপাদন বর্ণনা করুন।
ক্যানিজারো বিক্রিয়া কী? এর কৌশল বর্ণনা করুন।
পেনিসিলিন কী? অ্যাসপিরিনের প্রস্তুতি ও ব্যবহার লিখুন।
অণুবন্ধি অম্ল কাকে বলে? উদাহরনালয় ও ফারস্পর্কিত লুইস মতবাদ ব্যাখ্যা করুন।
তরলের সান্দ্রতা কী? এর উপর তাপমাত্রার প্রভাব লিখুন।
কার্বিল অ্যামিন পরীক্ষা কী?
জ্যামিতিক সমাণুতা প্রদর্শনের শর্তাবলি বর্ণনা করুন।
আউফবাউ নীতিটি লিখুন।
ডিলোকালাইজেশন কী?