স্ব স্ব ভূমির পুষ্করিনী পরিষ্কার করার নিমিত্ত কর্তৃপক্ষ পুরস্কার ঘােষণা করিয়াছে।
কবির শােকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবিরা শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছে।
তিনি সানন্দিত চিত্তে সম্মতি দিলেন।
সে যে ব্যাকরণের বিভিষীকায় ভিত নয়, আশা করি তুমি তা জান।
নদীর তীরের সব জমিগুলাে আমার আয়ত্ত্বাধীনে আছে।
ভূমিকম্পে উর্ধমুখী দালানটি ধ্বসে পড়লাে।
কালােবাজারিতে টাকা করে রফিক সাহেব এখন সমাজে – হয়ে উঠেছেন। তাদের মত মানুষের জীবনযাপনে প্রকাশ পায়। কিন্তু চিন্তাভাবনার ক্ষেত্রে তার – কে অতিক্রম করতে চেষ্টা করে না। তাই সমাজ ও সংসার সম্পর্কে তাদের কোনাে কাণ্ডজ্ঞান জন্মে না। ফলে , সকল ক্ষেত্রে তারা – গা ভাসিয়ে চলে। দেশের উন্নতির জন্য – তাদের পক্ষে সম্ভব নয়।
মাছের মার পুত্রশােক।
পরিপত্র
মুচলেকা
সমঝােতা-স্মারক
সংশ্লেষণ
কুম্ভলকবৃত্তি
প্রত্ন-উৎস।
যদি সে নিরপরাধ হয়, তাহলে সে মুক্তি পাবে। (যৌগিক বাক্য) ।
পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু অসম্ভব কিছু নেই। (সরল বাক্য)।
তারা একটি জীর্ণ কুটিরে বাস করে। (জটিল বাক্য)।
জ্ঞানীদের পথ অনুসরণ কর, দেশের কল্যাণ হবে। (সরল বাক্য)
তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? (যৌগিক বাক্য)
তােমাকে দেওয়ার মত আমার কিছুই নেই। (জটিল বাক্য)