পয়ন্তি
থিওডোলাইট
তফসিল
ছুট দাগ
বদর
নামজারী
ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী Arbitration বলতে কী বুঝায়?
সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রত্যাশী সংস্থা কর্তৃক জেলা প্রশাসকের নিকট ভূমি অধিগ্রহণ প্রস্তাব দাখিলের সময় কী কী কাগজ সংযোজন বাধ্যতামূলক?
ABC সমবাহু ত্রিভুজের AB বাহর বিয়ারিং 30°। অপর বাহু দুটির বিয়ারিং নির্ণয় করুন। ঘের ডানাবর্তে।
0.155 মিটার খাটো 20 মিটার শিকল দ্বারা মেলে একটি রেখার দৈর্ঘ্য পাওয়া গেল 1000 মিটার। রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত?
বক্স সেক্সট্যান্ট কী কাজে ব্যবহৃত হয়?
প্রিজম স্কয়ার কী কাজে ব্যবহৃত হয়?
ক্লিনোমিটার কী কাজে ব্যবহৃত হয়?
একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫ মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং দেয়ালগুলো ১৫ সে.মি. পুরু হলে, চার দেয়ালের আয়তন কত?
একটি সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ ৪.৫ সে.মি. ও উচ্চতা ৬ সে. মি.। বেলনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করুন।
একটি 5KVA, 200/400V, 50Hz, Single phase transformer এর rated voltage এবং frequency তে core loss 150W এবং full load এ কপার লস 175W । 75% loading এবং 0.7 p. f এ transformer টির efficiency বের করুন।
নিম্নের সার্কিট হতে তুল্য রোধ R বের করুন।
পাওয়ার ফ্যাক্টর নিম্নমানের হলে কী কী অসুবিধা হয়? এটি কিভাবে উন্নয়ন করা যায়?
AC সার্কিটে পাওয়ার ফ্যাক্টর ৮০% ল্যাগিং বলতে কি বুঝায়?
একটি shunt Generator এর CKT অংকন করুন। Generator টির টার্মিনাল ভোল্টেজ 250 volt এবং লোড Resistance 12.5 Ω Armature field resistance যথাক্রমে 0.25 ও 250 Ω হলে Ia ও Eg নির্ণয় করুন।