একটি ক্যান্টিলিভার বিসের মাঝের লোড 2P এবং মুক্ত প্রান্তের লোড P হলে বিমের শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করুন।
একটি বর্গাকার ফুটিং এর মাটির চূড়ান্ত ভারবহন ক্ষমতা 1200kn/m2 ও 3000kg লোড নিরাপদ বহন করার জন্য উক্ত ফুটিং এর আকার নির্ণয় করুন। F.S-3
১নং চিত্রে প্রদর্শিত বিল্ডিং এর সুপার স্ট্রাকচার দেয়ালের ১ম শ্রেণির ইটের গাঁথুনির (1:6) পরিমাপ নির্ণয় করুন।
1 : 2 : 4 অনুগাতে 1.25% MS রডসহ এক ঘনমিটার RCC এর কাজের প্রয়োজনীয় মালামালের পরিমান নিরূপন করুন।
250 বর্গমিটার দেয়ালে 18 মি.সি পুরুত্বে সিমেন্ট প্লাস্টার (1:6) এর কাজে মালামালের পরিমান হিসাব করুন।
200m লম্বা একটি সীমানা প্রাচীরের পুরুত্ব 12.5cm ও উচ্চতা 4m। দেয়ালটির প্রতি 5m পর পর (c/c) 25cm X 25cm সাইজের RCC কলাম থাকলে ইটের গাঁথুনির কাজের পরিমান নির্ণয় করুন।
2km লম্বা একটি সড়কের বাঁধের প্রথম ও শেষ প্রান্তের উচ্চতা যথাক্রমে 2.8m ও 3.6m। পার্শ্বঢাল 2:1 হলে বাঁধটির উভয় ঢালে টার্কিং কাজের পরিমান নির্ণয় করুন।
1000gm নমুনা বালির F.M. 2.40। অপর একটি 700gm নমুনা বালির F.M. 2.6। বালি দুইটিকে একত্রে মিশ্রিত করলে মিশ্রনের F.M. কত হবে ?
প্রমান করুন যে, Cd-CvX Cc
ডিফ্লেকশন কী? ডিফ্লেকশন নির্ণয়ের চারটি পদ্ধতির নাম লিখুন।
দুইটি রাস্তার প্রতিসরণ কোণ. 70°0′ । এদেরকে 5° বাঁক দিয়ে সংযুক্ত-করলে বাঁকের দৈর্ঘ্য ও স্পর্শক দৈর্ঘ্য কত মিটার হবে?
5m দৈর্ঘ্য বিশিষ্ট একটি ক্যান্টিলিভার বিমের উপর প্রতি একক দৈর্ঘ্য 500kg/m লোড সমভাবে বিস্তৃত থাকলে SFD এবং BMD ডায়াগ্রাম অংকন করুন।
প্লাষ্টার
চুনকাম
কাটিং
ভার্নিশ
মাটি
10. লম্বা একটি সাধারণভাবে স্থাপিত বিনমের আকার 10"×10"। বিমটির উপর সমভাবে বিস্তৃত লোড 1.0 KIP/ft of হলে Maxm বেন্ডিং স্ট্রেসের মান নির্ণয় করুন।
12"x12" সাইজের বিমের Max™ Shear Stress এর মান নির্ণয় করুন। Max™ শিয়ার ফোর্স 1000 lb
35cm×35cm আকারের টাইড কলামের 8 টি 20mm ব্যাসের ২৬ আছে। 10mm ব্যাসের আকারের টাই ০৫ রঙের Spacing ডিজাইন করুন।