নকশা অংকনের স্কেল কত প্রকার ও কী কী?
সমুদ্রের 1.5m গভীরে চাপের তীব্রতা কিলোপ্যাসকেল বের করো। সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব 1.3 .
একটি কারনট ইঞ্জিন 15°c এবং 100°c এর মধ্যে কাজ করলে দক্ষতা নির্ণয় করো।
একটি চার সিলিন্ডার ইঞ্জিনের প্রতি সিলিন্ডারের বোর 15cm এবং স্ট্রোক 30 cm। ইঞ্জিনের CC কত?
একটি চালক গিয়ার এর দাঁত সংখ্যা 50 এবং ঘূর্ণন 200rpm ঘড়ির কাটার দিকে ঘুরে, তাহলে চালিত গিয়ারের ঘূর্ণন ও দিক বের করো, যদি দাঁত সংখ্যা 25 হয়।
একটি তারের প্রস্থচ্ছেদ 0.07 mm², দৈর্ঘ্য 1 Km এবং তারের রেজিস্টিভিটি 1.78× 10-8 -m। যদি এসি রেজিস্ট্যান্স ডিসি রেজিস্ট্যান্স এর 1.5 গুন হয়, তবে এসি রেজিস্ট্যান্স কত?
একটি 3φ স্টার কানেকশন ব্যালেন্স লোড 12 Kw পাওয়ার গ্রহন করে, পাওয়ার ফ্যাক্টর 0.6 Lead, লাইন ভোল্টেজ 208V হলে লাইন কারেন্ট এবং প্রতি ফেজের ইম্পিডেন্স বের করো।
1500/230V ট্রান্সফরমার এর প্রাইমারি ওয়ান্ডিং এর প্রস্থচ্ছেদ 5 cm2 এবং প্রাইমারি ও সেকেন্ডারির কারেন্ট ডেনসিটি 16A/cm2 ও প্রাইমারি টার্ন সংখ্যা 200 হলে
(ক) ট্রান্সফরমারের কেভিএ রেটিং
(খ) সেকেন্ডারি টার্ন সংখ্যা
(গ) সেকেন্ডারি ওয়াইন্ডিং এর প্রস্থচ্ছেদ বের করো।
ড্রাগ ও মেডিসিন কি? ড্রাগ ও মেডিসিন এর মধ্যে দুইটি পার্থক্য লিখুন।
এন্টিবায়োটিক রেসিস্টেন্স কি? এর চারটি ক্ষতিকর দিক উল্লেখ করুন।
OTC ড্রাগ বলতে কি বোঝায়? ৪টি OTC ড্রাগ এর নাম লিখুন।
ভ্যাকসিন কি? দুটি ভাইরাল ও দুটি এন্টিবায়োটিক ভ্যাকসিনের নাম লিখুন।
ORS
DGDA
EPI
BCG
Kirchhoff's Law এর সূত্রগুলি লিখুন এবং ব্যাখ্যা করুন।
ওয়ারিং বলতে কী বোঝায়? চ্যানেল ওয়ারিং কিভাবে করা যায় ধারাবাহিকভাবে লিখুন।
প্রমাণ করুন যে, ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি w= 12cv2
নিম্নের বর্তনী হতে মোট রেজিষ্ট্যান্স বের' করুন এবং 3Ω রেজিষ্টরের ভোল্টেজ ড্রপ বের করুন।