Hcl এর রাসায়নিক নাম লিখুন।
ওয়ার্কশপ বা শিল্প কারখানায় সব সময় কেন সতর্ক হয়ে কাজ করা উচিত?
রক্ষণাবেক্ষণ (Maintenance) বলতে কী বোঝায়?
ধাতব শীট কাটার কাজে ব্যবহৃত হয় এমন ৩(তিন)টি টুলস্-এর নাম লিখুন।
তিনটি অসূক্ষ্ণ পরিমাপক ইনস্ট্রুমেন্ট (Non-precision measuring instrument) এর নাম লিখুন।
ধাতুকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায় ও কী কী?
টেবিল ভাইস (Table Vice) এর কাজ কী?
ফাইল (File) বা রেডি দ্বারা কী কাজ করা হয়?
স্ক্রু-ড্রাইভার (Screw Driver) এর ব্যবহার লিখুন।
লেদ মেশিনের প্রধান কাজগুলো কী কী?
একটি বস্তুকে 20 m/s বেগে উপরের দিকে নিক্ষেপ করলে উহা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?
তিনটি পাইপ ফিটিংস-এর নাম লিখুন।
ওয়েল্ডিং কাকে বলে? ওয়েন্ডিং পদ্ধতির নাম লিখুন।
আর্ক ওয়েল্ডিং-এ ব্যবহৃত যন্ত্রপাতির নাম লিখুন।
ডাই ও ট্যাপ কী এবং কোথায় ব্যবহার করা হয়?
মেশিন সপে ব্যবহৃত কয়েকটি মেশিনের নাম লিখুন।
শেপার মেশিন দ্বারা কী কী অপারেশন করা যায়?
হ্যাক'স ব্লেড ভেঙ্গে যাওয়ার কারণগুলো কী কী?
হাতুড়ির বিভিন্ন অংশের নাম লিখুন।
ভার্নিয়ার ক্যালিপার্স কী কাজে ব্যবহার করা হয়?