একজন ছাত্র ১৬ টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে?
৩০ বর্গ ফুট একটি ঘরের মেঝে ঢাকতে ৫ ফুট চওড়া কার্পেটে ৩০ টি লাগে। কার্পেটটি কত লম্বা?
একটি সংখ্যা ৭৫৭ থেকে যত ছোট ৫৫৫ তেকে তত বড়। সংখ্যাটি কত?
দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু সংযোজক রেখা কেমন হবে?
একটি সংখ্যা ৭৫৭ থেকে যত ছোট ৫৫৫ থেকে তত বড়। সংখ্যাটি কত?
এই ধারার পরবর্তী নম্বরটি কত হবে ? ৩, ৬, ১৮, ৭২, .......।
বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আর তপু যদি বাবুকে ২০টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেল সংখ্যা তপুর মার্বেলের সংখ্যার দ্বিগুণ হবে। বাবুর কাছে কয়টি মার্বেল আছে?
খ এর দৈনিক আয় ক এর দ্বিগুণ এবং গ এর দৈনিক আয় খ এর দ্বিগুণ। তাদের তিনজনের আয়ের যোগফল ১১২০ টাকা হলে গ এর দৈনিক আয় কত টাকা?
তপুর কাছে ৩৬০ মার্বেল আছে যার ১/৩ অংশ হচ্ছে কালো। যদি সে তার ভাইকে তার কালো মার্বেলের ১/৩ অংশ দিয়ে দেয়, তবে তপুর কাছে যত মার্বেল থাকবে তার কত শতাংশ কালো মার্বেল?
যদি x/y = 1/3 এবং x+2y=3 হয়, তবে x এর মান কত?
৫ টি পেন্সিল ও ২ টি রাবারের দাম একেএ ৭০ টাকা একটি রাবারের দাম ৫ টাকা হলে ২ টি পেন্সিলের দাম কত
কোনো সংখ্যার ১/৩ অংশ থেকে ১/৪ অংশ বিয়োগ করলে বিয়োগফল ২০ হয়। সংখ্যাটি কত?
A ও B এর মোট বয়স B ও C এর মোট বয়সের তুলনায় ১৫ বছর বেশি। C,A-এর চেয়ে কত বছরের ছোট?
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?
মাসুদের আয় ও ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
কোনো পরীক্ষায় ৭০% পরীক্ষার্থী গণিত এবং ৬০% পরীক্ষার্থী বাংলায় পাশ করল। যদি উভয় বিষয়ে ৪০% পরীক্ষার্থী পাশ করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করল?
খালেক ঈদ বোনাসের টাকায় ১/৩ অংশ খরচ করে একটি জ্যাকেট এবং ১০০ টাকা খরচ করে একটি শার্ট কিনলো। এই খরচ করার পর তার কাছে বোনাসের ১/২ অংশ টাকা রয়ে গেল। খালেক কত টাকা বোনাস পেয়েছিল?
আবদুল করিম আবদুর রহিমের চাইতে ৩ বছেরর ছোট । আফজালের বয়স আবদুল করিমের থেকে ২ বছর কম । মুমিনের বয়স যখন ৫ তখন আবদুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর । আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ২৬ বছর । পুত্রের বয়স কত?
একজন দোকাদার ৫০টি কলম বিক্রি করে যে লাভ করে তা ২৫টি কলমের ক্রয় মূল্যের সমান। তার শতকরা কত টাকা লাভ হয়?