পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ৫ । বর্তমান কার বয়স কত?
কোনো পরীক্ষায় ৯০% পরীক্ষার্থী ইতিহাসে এবং ৮৫% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো। যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে এবং উভয় বিষয়ে ২২৫ জন পাস করে থাকে, তবে ঐ পরীক্ষায় কতজন অংশগ্রহণ কেরছিল?
৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলে, এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে?
কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে -আসলে ৫০০ টাকা হয়। আসল কত?
x+y=12 এবং x-y =2 হলে xy এর মান কত?
কোনো ত্রিভুজের একবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি হবে-
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-
ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্য পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটা সত্য ?
তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 57। মধ্যম সংখ্যাটি কত?
দুটি সংখ্যার অন্তর 12 । বড়টির সঙ্গে 1 যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। সংখ্যা দুটি কত?
কত জনের মধ্যে 125 টি কমলা ও 145 টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?
দুটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ.সা.গু 8 হলে ল.সা.গু কত?
90 কোন সংখ্যার 75%?
3, 9, 4 এর ৪র্থ সমানুপাতিক কত?
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = 5 : 6, লাভ কত?
কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩৮ হয়?
x4-3x-2 কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে?
bc(a-b)(a-c) +ca(b-c)(b-a)+ab(c-a)(c-b)=?
log264+log28 এর মান কত?
ab+ba=6,a2b2+b2a2+2 এর মান কত?