দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে।দ্বিতীয় ব্যক্তি একাকী কত দিনে কাজটি করতে পারবে?
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
২ টা ১৫ মিনিট সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
৮,১১,১৭,২৯,৫৩---পরবর্তী সংখ্যাটি কত?
একটি বাশের ১/৫ অংশ লাল, ১/৪ অংশ সবুজ ও ১/৩ অংশ কালো কাগজে আবৃত ও অবশিষ্ট অংশ ৬ মিটার হলে মোট বাশটির দৈর্ঘ্য কত?
১০০ গজ লম্বা একটি সড়কের উভয় পার্শ্বে ১৫ ফুট অন্তর বৃক্ষ চারার প্রয়োজন ?
তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫,১০,ও ১৫ দ্বারা বিভাজ্য হবে?
দুটি আয়তকার কক্ষের ক্ষেত্রফল সমান। প্রথম কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ২০ মিটার এবং ১৫মিটার, দ্বিতীয় কক্ষের দৈর্ঘ্য ১৮ মিটার হলে প্রস্থ কত?
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক।এর কর্ণের দৈর্ঘ্য হবে---
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় কয়রা হলো। বিক্রয় মুল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হত। দ্রব্যটির ক্রয়মুল্য কত?
দুটি সংখ্যার গুনফল ১৫৩৬। সংখ্যা দুটির ল, সা, গু, ৯৬ হলে গ, সা, গু কত?
নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগে?
1/2 {(a+b )2+(a-b)2}=কত?
(x+3)(x-3) কে x2-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
a3-4 এর উতপাদক কোনটি?
48 সংখ্যাটি যে সংখ্যার 60% সেটি হলো-
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে, সংখ্যা দুটি-
2, 3, 5, 8, 13, 21, 34, ........... ধারাটির পরের সংখ্যাটি-
বাস্তব সংখ্যার ক্ষেত্রে অভেদ উপাদান-
এক বর্গইঞ্চি-