ঘড়িতে যখন ১২টা বেজে ৩০ মিনিট, তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
"দীপুর ক্লাসে মোট শিক্ষার্থী ২৮ জন। দীপুর প্রাপ্ত নাম্বারের চেয়ে বেশি নাম্বার পাওয়া শিক্ষার্থীর সংখ্যা, দীপুর থেকে কম নাম্বার পাওয়া শিক্ষার্থীর সংখ্যার অর্ধেক। দীপুর অবস্থান কত?"
"৫০০ টাকা মূল্যের একটি দ্রব্য ১২% ক্ষতিতে বিক্রি করা হলে, বিক্রয়মূল্য কত হবে?”
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% কমানো হলো এবং প্রস্থ ১০% বাড়ানো হলো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে?
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সেটের উপসেট নিচের কোনটি?
x - 2y - 10 = 0 এবং 2x+y-3= 0 রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল
যদি log10x = -3 হয়, তবে এর মান কত?
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩ মিটার, ৪ মিটার ও ৫ মিটার হলে, এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
94 সংখ্যাটি
k এর মান কত হলে kx2 + 3x + 4 রাশিটি পূর্ণবর্গ হবে?
|3x - 4| ≤ 2 এর সমাধান
যদি x : y = 4 : 3, y : z = 5 : 4 এবং x = 200 হয়, তবে z এর মান কত?
নিচের চিত্রে BC এর মান কত?
নিচের কোনটি যেকোনো সেটের উপসেট?
একটি গাছের পাদদেশ হতে 263 মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30° হলে, গাছটির উচ্চতা কত মিটার?
log2 + log4 + log8 + …. ধারাটির অষ্টম পদ কোনটি?
যদি P = 16 এবং TAP = 37 হয় তবে CUP = কত?
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
x + 1x = 2 হলে x4+ 1x4 এর মান -
1x-1+2x-2=3x-3 এর সমাধান-