রাজু ও তার বন্ধুরা একটি রেস্টুরেন্টের খেয়ে 1,200 টাকা বিল দিল। এর মধ্যে শুধু খাবারের মূল্যের ওপর মোট 15% ভ্যাট এবং 10% সার্ভিস চার্জ । শুধু খাবারের মূল্য কত?
x কে 7 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ 1 হয়। যদি y কে 7 দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ 2 হয়। x + y কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
বিপিএল এ মোট পাঁচ ম্যাচের সিরিজে তিন ম্যাচে মুশফিকুর রহিমের গড় রান 22 এবং অন্য দুই ম্যাচে গড় রান 17। পাঁচটি ম্যাচে তার গড় রান কত?
একটি কারখানার পুরুষ ও মহিলা শ্রমিকের অনুপাত 1 : 2 এবং কারখানায় 36 জন শ্রমিক রয়েছে। অনুপাত 1 : 1 করতে কতজন পুরুষকে যোগদান করতে হবে?
একটি বৃত্তের ব্যাস 50% কমে গেলে, বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ কমে যাবে?
একটি আয়তক্ষেত্রের জমির প্লটের চারপাশের তিনটি বরাবর একটি বেড়া রয়েছে। বেড়াবিহীন দিক এবং বেড়াবিহীন দিকের বিপরীত দিকের দৈর্ঘ্য অন্য দুটি বাহুর দৈর্ঘ্যের তিনগুণ। প্লটের ক্ষেত্রফল 432 বর্গফুট হলে, বেড়ার মোট দৈর্ঘ্য কত ফুট?
একটি গ্রামের জনসংখ্যা 5,500। যদি পুরুষের সংখ্যা 11% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা 20% বৃদ্ধি পায়, তবে জনসংখ্যা 6,330 হয়। ঐ গ্রামে মহিলার সংখ্যা কত?
অমিত একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করার পরিবর্তে ভুলবশত 5 দ্বারা ভাগ করে ফেলেছে। এই ভুলের কারণে ফলাফল কত শতাংশ পরিবর্তিত হয়েছে?
একজন খুচরা দোকানদার একটি ঘড়ি ক্রয় করে ৪৯৫ টাকায় ঘড়িটি বিক্রয় করলে 10% ক্ষতি হয়। দোকানদারের জন্য ঘড়িটির ক্রয়মূল্য কত?
3টি সংখ্যার গড় 17 এবং প্রথম দুটির 16 । তৃতীয় সংখ্যাটি কত?
রাসেল একটি ব্যাংক থেকে 1200 টাকা 3 বছরের জন্য বার্ষিক 5% সরল সুদে ধার নেয়। 3 বছর পর তাকে সুদাসলে মোট কত টাকা ফেরত দিতে হবে?
রাতুল ও তার বাবার ওজন 350 পাউন্ড; বাবার ওজন রাতুলের ওজনের আড়াই গুণ। রাতুলের ওজন কত পাউন্ড?
1 : 3 : 4 : 7 অনুপাতে চারটি সংখ্যা যোগ করলে যোগফল হয় 105 । সবচেয়ে বড় সংখ্যাটির মান নির্ণয় করুন।
আরিফিন এবং নীলা 10 দিনে একটি কাজ করতে পারে এবং আরিফিন একা 12 দিনে কাজটি করতে পারে। নীলা কত দিনে কাজটি একা শেষ করতে পারবে?
জসিম 6 কি.মি. / ঘণ্টা গতিতে অফিসে যায় এবং 4 কি.মি. / ঘণ্টা বেগে বাড়িতে ফিরে আসে। যদি সব মিলিয়ে 10 ঘণ্টা লাগে, তার অফিস এবং বাড়ির মধ্যকার দূরত্ব কত?
একটি সংখ্যার 25% হলো 75। সংখ্যাটি কত?
দুটি ধনাত্মক সংখ্যার মধ্যে পার্থক্য 10 এবং তাদের অনুপাত 5 : 3 । দুটি সংখ্যার গুণফল কত?
আলম সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। বেতনের উপর 15% হারে অগ্রীম কর কর্তন করা হয়। কর কর্তন করার পর উনি কত টাকা বেতন পান?
a + 1 a=3 হলে a2 + 1 a2 = ?
জনাব মামুনকে মাসিক মূল বেতনের ৭.৫% বাড়ি ভাড়া দিতে হয়। বাড়ি ভাড়া কর্তনের পর তিনি প্রতি মাসে ৩,৬০০ টাকা পান। তার মাসিক মূল বেতন কত?