সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ার ব্যক্তির আয় ২০ টাকা কমে গেল। আসলের পরিমান কত?
এক মিটার= কত ইঞ্চি?
একটি বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালেন যেন তাঁর বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
(০.১ × ০.০১ × ০.০৪) / (০.০২ × ০.০০২) এর মান কত?
x + 1x=3 হলে x3+1x3 = ?
১২,১৪ এবং ৩৪ সংখ্যাগুলির গড় কত?
তিনটি ধারাবাহিক পুর্ন সংখ্যার গুণফল ১২০ হলে, এদের যোগফল কত?
ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব সমদ্বিখন্ডক তিনটির ছেদবিন্দু হলো-
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে এসিড ও পানির অনুপাত হবে ৩ : ৭।
১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
x2-11x+30 এবং x3-4x2-2x-15 এর গ.সা.গু কত?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার?
২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, _________ এই ধারাটির দশম পদ কত হবে?
দুইটি সংখ্যার অনুপাপত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে বড় সংখ্যাটি কত?
০.০০০১ এর বর্গমূল কত?
১০টি সংখ্যার যোগফল ৩৮০। এদের প্রথম ৪টির গড় ৪০ এবং শেষ ৫টির গড় ৩০ হলে ৫ম সংখ্যাটি কত?
৩,৬,১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কত?
১৫ কেজি চালের দাম ৬০০ টাকা হলে ২৫ কেজি চালের দাম কত?