পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে, পুত্রের বয়স কত?
x + y = 7 এবং xy = 10 হলে, (x - y)2 এর মান কত?
৪টি আপেল ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয়?
দুইটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে ২৮ এবং ৪। বড় সংখ্যাটি কত?
a - {a - (a + 1)} = কত?
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫ ডিগ্রি ও ৫৫ ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরণের?
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ২ : ৩ : ৫। এর বৃহত্তম কোণটি কত?
একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি স্থূলকোণ থাকতে পারে?
একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ মিটার এবং ১২ মিটার হলে, অতিভুজের দৈর্ঘ্য কত?
যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কি বলে?
বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অংকিত সরল রেখাকে কি বলে?
একটি আয়ক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সে.মি. এবং প্রন্থ ৫ সে.মি. হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত?
এক ন্যানো মিটার সমান কত মিটার?
একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৯ সে.মি এবং ৩৬ সে.মি. এবং অন্তর্ভুক্ত কোণ ৩০° হলে ক্ষেত্রফল কত?
যদি একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমালণ ৩, ৪ এবং ৫ হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?
১+৩+৫+৭ …………………. +২৩= ?
x2 - x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি?
log10 100 এর মান কত?
শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল মুনাফয় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?