একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সে.মি. এবং প্রস্থ ৫ সে.মি. হলে কর্ণের দৈর্ঘ্য কত?
যদি a2+ b2 = 29 এবং ab = 10 হয়, তবে (a + b)2 = ?
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
একটি ত্রিভুজের কোণের অনুপাত ২ : ৩ : ৪ হলে, ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি?
দুটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং গ.সা.গু ৪ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
একটি ট্রেন ৬০ কি.মি./ঘণ্টা বেগে ২.৫ ঘণ্টায় কত দূরত্ব অতিক্রম করবে?
একটি বৃত্তের ক্ষেত্রফল 154cm2, তবে ব্যাসার্ধ কত?
p-1p=2 হলে, p2+1p2 এর মান কত?
x=3+2 হলে, x3+1x3 এর মান কত?
একটি দ্রব্যের দাম ২০% কমানো হলে, ৪০০ টাকায় ক্রয় করা যায়। তবে আসল দাম কত ছিল?
0.6˙ কে 0.9˙ দ্বারা ভাগ করলে, নিচের কোনটি সঠিক?
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
যদি x=5+3 হয়, , তবে x3+8x3 এর মান কত?
x-5<2,x∈N অসমতাটির সমাধান সেট কোনটি?
(3,7)
[3,7]
{4,5,6}
{3,4,5,6,7}
যদি 5x3-2x2+x+k=0 এর একটি উৎপাদক (x - 3) হয়, তাহলে k এর মান কত?
নিচের সিরিজের ফাঁকা যায়গায় কোন সংখ্যা হবে?
243, 81, ______, 9, 3, 1
যদি logx324=4 হয়, তবে x এর মান কত?
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9, তাহলে ধারাটির দশম পদ কত?
একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সে.মি. হলে, ঐ বৃত্তের ক্ষেত্রফল কত?