৫০ ডিগ্রী এর পূরক কোণ কত ডিগ্রী?
৩০ ডিগ্রী
৪০ ডিগ্রী
৫০ ডিগ্রী
৬০ ডিগ্রী
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ মি. মি. হলে এর অতিভুজের মান কত?
a+b=10 এবং a-b=6 হলে ab = কত?
১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফরমকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?
কোন অনুপাতের উভয় পদের সঙ্গে ১ যোগ করলে অনুপাতটি ৩ : ৪ এবং উভয় পদ থেকে ১ বিয়োগ করলে অনুপাতটি ২ : ৩ হবে?
৬ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ; বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
১৪৪, ৮১, ৩৬ এর পরবর্তী সংখ্যাটি কত?
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
a+1a=3 হবে a3+1a3 কত ?
-30
৩৬
-18
18
একটি স্কুলে ৫০ জন ছাত্রী ও ৭০ জন ছাত্র আছে । ছাত্রীদের ৪০% এবং ছাত্রদের ৫০% এক বনভোজনে গিয়ে থাকলে মোট ছোট-ছাত্রীর কত শতাংশ বনভোজনে গিয়েছিল ?
A pole 6 m high casts a shadow 23 m long on the ground , then the sun's elevation is __
(a-3)(b+3)<0 হলে নিচের কোনটি সত্য?
একটি নৌকায় ৩ জন লোক উঠতে পারে, নৌকাটি দ্বারা ৪ জন লোক কত প্রকারে উঠে নদী পার হতে পারে?
If a +1, 2a +1 , 4a-1 are in Arithmetic Progression then the value of 'a' is :
Suppose today is Friday. What day of the week will it be 65 days from now?
Sunday
Monday
Tuesday
Friday
ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর ---
দুটি সংখ্যার ল.সা.গু. 24 এবং গ.সা.গু সংখ্যা 4 দুইটির একটি 12 হলে অপর সংখ্যাটি কত?
কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
৩ দিনে একটি কাজের 1/27 অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?