3.5µF একটি ধারককে কত ভোল্টের ব্যাটারী দ্বারা আহিত করলে 1.75 × 10-4 J শক্তি সঞ্চিত হবে?
100 W এর কয়েকটি বাতি প্রতিদিন 6 ঘণ্টা করে জ্বালানো হয়। প্রতি ইউনিট 2.50 টাকা হিসাবে 30 দিনে 315 টাকা বিল আসলে প্রতিদিন মোট কয়টি বাতি জ্বালানো হয়েছিল?
তামার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 33.34×10-8kg-1C যোজ্যতা 2 এবং পারমাণবিক ওজন 63.5 হলে হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত?
একজন ক্রিকেটার একই বলকে সর্বোচ্চ 100 m আনুভূমিক দূরত্বে ছুঁড়তে পারে, সর্বোচ্চ উচ্চতা কত?
একজন এ্যাথলেট 10m/sec গতিতে দৌড়াচ্ছে। সে সর্বোচ্চ কত দূরত্ব লাফ দিতে পারবে?
টর্কের মাত্রা সমীকরণ কোনটি?
বৃত্তাকার পথে 72km/h সমদ্রুতিতে চলমান একটি গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1m/s2 বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত?
পৃথিবীতে কোন বস্তুর মুক্তিবেগ VEএবং চাঁদের মুক্তিবেগ vm হলে নিচের কোন স্পর্শকটি সঠিক?
প্রতি 10-4m ব্যাস বিশিষ্ট পানির 1,000 ফোঁটা মিলে একটি বৃহৎ ফোঁটা তৈরি করল। বৃহৎ ফোঁটার ব্যাসার্ধ কত?
1m দৈর্ঘ্যের AB দন্ডের A প্রান্তের তাপমাত্রা 80°C এবং B প্রান্তের তাপমাত্রা 0°C দন্ডের B প্রান্ত থেকে 60cm দূরে তাপমাত্রা হল-
ফুটন্ত পানি বাষ্পে পরিণত হচ্ছে। এ অবস্থায় পানির আপেক্ষিক তাপ হবে-
শব্দের তীব্রতার মাত্রা মাপার একক কি?
কোনো কারখানায় সব বৈদ্যুতিক যন্ত্রপাতির মোট 22kW ক্ষমতা প্রয়োজন। 220V লাইনের মূল লাইনে অন্তত কত প্রবাহ বহন ক্ষমতা তার লাগাতে হবে?
3.27 m উচ্চতা হতে একটি আম পড়লে ভূমিকে কত বেগে আঘাত করবে?
একটি জেট ইঞ্জিন কোন নীতির উপরে কাজ করে?
রকেটে জ্বালানী হিসাবে কী ব্যবহৃত হয়?
বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপাদনের যন্ত্রের নাম কী?
ভূ-পৃষ্ঠ থেকে মুক্তি বেগ কত?
সেকেও দোলকের কম্পাঙ্ক কত?
পয়েজ (Poise) কীসের একক?