তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান কী হয়?
একটি সাবানের বুদবুদে কিছু ঋণাত্মক চার্জ স্থাপন করা হল, এর ব্যাসার্ধ:
তাপমাত্র বৃদ্ধির সাথে সাথে গ্যাসের সান্দ্রতা:
গড়মুক্ত পথ । ও গ্যাসের চাপ p- এর মধ্যে সম্পর্ক কী?
বদ্ধ ঘরে একটি বৈদ্যুতিক পাখা চালু রাখলে বাতাস:
তাপ-তড়িৎ ক্রিয়া আবিষ্কার করেন কে?
একটি তারের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করা হলে প্রথমে এর রঙ হবে:
থার্মোস্ট্যাট সুইচ কোথায় ব্যবহৃত হয় না
ধাতুসমূহ তাপের সুপরিবাহক, কারণ:
তাপ বিকিরণের ক্ষেত্রে স্টেফান-বোল্টজম্যানের সূত্র কোনটি?
নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি?
নিউটনের শীতলীকরণ সূত্র বর্ণনা করা যায় _________ থেকে।
পানির ঘনত্ব সবচেয়ে বেশি কত তাপমাত্রায়?
পানির ত্রৈধ বিন্দতে চাপের পরিমান কত?
কোন অবস্থায় এনট্রপি সর্বোচ্চ?
নিচের কোনটি প্রত্যাগামী?
এ মহাবিশ্বের এনট্রপি-
একটি নিষ্পন্দ বিন্দু ও এর সন্নিহিত সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হল-
কোন মাধ্যমে শব্দের বেগ বেশি?
ধারকের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?