একটি বাল্বের গায়ে 100W - 220V লেখা আছে। এর রোধ কত?
শ্রেণি ও সমান্তরাল 25Ω এবং 4Ω। রোধ দুটির মান কত?
আপেক্ষিক রোধের একক কোনটি?
12C ও 500V চার্জগ্রন্ত পরিবাহী বৈদ্যুতিক স্থিতি-শক্তির পরিমান নির্ণয় কর।
একটি 100W বাল্ব 220V লাইনে যুক্ত আছে। এর ফিলামেন্টে বিদ্যুৎপ্রবাহ কত?
একটি দ্বি-পোলের জন্য তড়িৎ প্রাবল্য কিরূপে পরির্বিতত হয়?
চৌম্বকক্ষেত্র পরিমাপ করা হয় ____ দ্বারা।
কোনটি তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ নয়?
আলোর বেগ সর্বোচ্চ হয় কোন মাধ্যমে?
একটি সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ, প্রিজম কোণ এবং প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক কী?
মরুভূমিতে মরীচিকা সৃষ্টির কারণ কী?
আকাশের রং নীল হওয়ার কারণ হলো:
কোনো সমবাহু প্রিজমে প্রতিসরাঙ্ক 2 হলে নূন্যতম বিচ্যুতিকোণ কত?
আলোর কোয়ান্টাম তত্ত্বের চমকপ্রদ ধারণা কোন বিজ্ঞানীর?
1 eV-র মান কত?
কোন রশ্মির ভর নেই?
একটি আলফা কণার প্রতীক হচ্ছে-
নিচের কোনটি নিউক্লিয় ঘটনা নয়?
লেজার রশ্মির বৈশিষ্ট্য কি?
প্রতি ফিশনে 200MeV শক্তি নির্গত হলে 10MW ক্ষমতা উৎপাদনে প্রতি সেকেন্ডে কয়টি ফিশন হতে হবে?