অন্য রাশি ছির থাকলে একটি টানা তারের আড় কম্পনের কম্পাঙ্ক এর দৈর্ঘ্যের সাথে নিম্নোক্তভাবে পরিবর্তিত হয়-
আবিষ্ট চার্জ কোন বিষয়ের উপর নির্ভর করে না?
একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 Volt ও 1000 Watt লেখা আছে। এর রোধ কত?
বিম্ব ফোকাস তলে থাকলে বস্তু কোথায় অবস্থিত?
লোহা-তামা যুগলের নিরপেক্ষ তাপমাত্রা কত?
কোন আবদ্ধ স্থানে সর্বাধিক বাষ্প থাকলে তাকে কি বলে?
পানির ঘনত্ব সবচেয়ে বেশি-
27°C তাপমাত্রায় 3gm নাইট্রোজেনের মোট গতিশক্তি কত? [নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর = 28gm |
কোন সময়ে বায়ু মন্ডলের তাপমাত্রা 17°C ও শিশিরাঙ্ক 12°C , 17°C ও 12 °C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 14.42×10-3m ও 10.46×10-3m পারদ। ঐ সময়ের বায়ুর আপেক্ষিত আর্দ্রতা কত?
সুস্পন্দ বিন্দুর শর্ত কোনটি?
অনুপ্রস্থ ক্ষেত্রে কণাগুলো মাধ্যমের দিকের সাথে কিভাবে চলে?
সময়ের সাথে সাথে তরঙ্গমুখ মাধ্যমের ভিতর দিয়ে কীভাবে প্রবাহিত হয়?
আলোক অক্ষ ও দৃষ্টি অক্ষের মধ্যবর্তী কোণ কত?
পূর্ব-পশ্চিম দিক বরাবর একটি বৈদ্যুতিক তার বিদ্যুৎ বহন করে এবং 10-4T ভূ-চৌম্বক ক্ষেত্রের জন্য প্রতি মিটার তারের ওপরে 10-3N বল প্রযুক্ত হয়। তারটি বিদ্যুৎ বহন করে?
একটি সুইমিং পুল 18 ft পানি দিয়ে ভরলে মনে হয় অর্ধেক পূর্ণ হয়েছে। পানির ক্ষেত্রে µ = 4/3 হলে, পুকুরটির গভীরতা কত ফুট?
রেডিও তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের তীব্রতা 1×10-12W/m2 এবং আলোর বেগ 3×108m/s হলে, রেডিও তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত?
একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায় 6.93 দিন। এর গড় আয়ু হবে:
k=1.38×10-23J/K হলে, কত তাপমাত্রায় একটি পাত্রে হিলিয়াম গ্যাসের অণুর গড়শক্তি 6.21×10-21J হবে?
6kg ভর বিশিষ্ট একটি বস্তু স্থির অবস্থায় ছিল। 30N বল প্রয়োগ করায় 10 sec পর বস্তুটির গতিশক্তি কত হবে?
একটি তারের দৈর্ঘ্য 4m, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল 0.003m2 অসহ পীড়ন 3.267×105Nm2 হলে তারটির অসহ ভার কত হবে?