ভূপৃষ্ঠ হতে 400km অভ্যন্তরে ও ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের অনুপাত বের করো। পৃথিবীর ব্যাসার্ধ 6400km।
একটি হালকা স্প্রিংয়ে 50 × 10-3kg ঝুলানো হলে, 10 × 10-2m দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। দোলনের পর্যায়কাল নির্ণয় কর।
একটি তারের উপাদানের ইয়ং এর গুনাংককে 2× 1011 Nm-2 এবং তারটির ব্যাস 0.4mm। তারটির দৈর্ঘ্য 25% বৃদ্ধি করতে কত বল প্রয়োজন?
কোন ট্রানজিস্টরে 8.0mA নিসঃরক প্রবাহ পরিবর্তনের জন্য 7.0mA সংগ্রাহকে প্রবাহের পরিবর্তন ঘটলে, প্রবাহ বিবর্ধক গুণকের মান-
আলোর তরঙ্গদৈর্ঘ্য এবং ফোটনের শক্তি E-এর মধ্যে সম্পর্ক -
আলোর অনুপ্রস্থ তরঙ্গে সম্ভব কিন্তু অনুদৈর্ঘ্য সম্ভব নয় -
আলোর চলার পথে শক্তির অপচয় কম করে যে পথে চলে সে নীতিকে বলে -
পাঁচটি অভিন্ন কোষের প্রতিটির তড়িচ্চালক বল 1.5V এবং অভ্যন্তরীণ রোধ 0.05 ওহম। যখন এরা শ্রেণি সমবায়ে থাকে, তখন 0.5 ওহম-এর বহিরোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান অ্যাম্পিয়ারে -
বাহ্যিক তড়িৎক্ষেত্রের প্রভাবে যেসকল মাধ্যমের প্রতিটি পরমাণু এক একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয় তাকে বলা হয় -
এক স্থির বিন্দু পদ্ধতিতে বিশুদ্ধ প্লাটিনামের তৈরি থার্মোমিটারের রোধ 32.316 ওহম এবং অন্য পরিবেশে এর রোধ 27.316 ওহম হলে, পরিবেশের তাপমাত্রা কেলভিনে কত?
20 cm প্রস্থ এবং 1mm পুরুত্বের একটি ধাতব পাত 5T চৌম্বকক্ষেত্রে লম্বভাবে রাখা হলো। পাতে ইলেক্ট্রন তড়িৎ দ্রুতি 4×10-3 m/s হলে, সৃষ্ট বিভব-
কোনো আর্দশ কৃষ্ণবস্তুর পৃষ্ঠের একক ক্ষেত্রফল থেকে তাপমাত্রার সাথে কোনটির সমানুপাতিক?
কলিং বেলে বিদ্যুৎ চুম্বকের জন্য কোনটি ব্যবহার করা হয়?
জাহাজে সার্চ লাইটের জন্য কোন প্রকারের দর্পণ উপযোগী?
লাল আলোতে একটি গাছের ডগার রং কেমন দেখাবে?
শ্রোতা ও উৎস যদি একই বেগে একই দিকে গতিশীল থাকে, তাহলে শব্দের কম্পাংক-
দুইটি দিক রাশির মান সমান। উহারা একই বিন্দুতে কিভাবে ক্রিয়াশীল হলে লব্ধির মান যে কোন একটি মানের সমান হবে?
বৃত্তাকার পথে 20m/s সমুদ্রুতিতে চলমান বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ 10 m/s2 হলে ব্যাসার্ধ কত?
গ্রহসংক্রান্ত কেপলারের আবর্তনকালের সূত্রাটির গাণিতিক রূপ কি?
তেজষ্ক্রিয়তার S.I. একক কি?