কোনো সাইকেল আরোহী আনুভূমিকের সঙ্গে 45° কোণে বৃত্তাকার পথে 49 m/s বেগে সাইকেলটি ঘূর্ণায়মান হলে, এর কেন্দ্র হতে ব্যাসার্ধ কত?
500 W এর একটি ক্রেন 0.5 m/s বেগে একটি ভরকে উত্তোলন করল। ভরটি তুলতে ক্রেনকে কত বল প্রয়োগ করতে হয়েছে?
দুটি শব্দ তরঙ্গ 280 Hz ও 380 Hz এবং মাধ্যমে শব্দের বেগ 3192 m/s হলে, এদের মধ্যে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য হবে:
50m গভীর হ্রদের তলদেশ থেকে V আয়তনের একটি বায়ুর বুদবুদ উপরিতলে বাতাসে উঠে এলে, তার আয়তনের কি পরিবর্তন হবে? (বায়ুচাপ: 105 N/m2):
একই ধরনের দুটি কৃষ্ণবস্তুর একক ক্ষেত্রফল হতে নির্গত তাপশক্তির অনুপাত 256 : 1 । দ্বিতীয়টির তাপমাত্রা 400 K হলে, প্রথমটির তাপমাত্রা কত?
42°C তাপমাত্রায় সমচাপে 2 লিটার বায়ুকে 5 লিটার করার জন্য। কত তাপমাত্রা প্রয়োজন?
এক কাপ গরম কফিকে 75°C থেকে ঠাণ্ডা করায় 120 kJ তাপ নির্গত হল। কফিসহ কাপটির তাপ ধারকত্ব 3 kJK-1 হলে, ঠাণ্ডা অবস্থায় কফির তাপমাত্রা হবে-
বৃষ্টির পানির একই মাপের 125টি ফোঁটার প্রত্যেকটিকে কিছু ভোল্টেজ দিয়ে চার্জিত করা হল এবং একত্রিত হয়ে বৃহত্তর ফোঁটায় পরিণত হলে তার বিভব হয় 500V। ছোট ফোঁটাগুলো কত ভোল্টে চার্জিত হয়েছিল?
3টি সমান ক্যাপাসিটর শ্রেণিতে সংযুক্তির পর সমান্তরাল সংযুক্ত করলে তুল্য ধারকত্ব শ্রেণির তুলনায় কত হবে?
একটি কয়েলের তড়িৎ প্রবাহ 100 ms সময়ে 0.5A হতে 3A- এ বর্ধিত করলে কুণ্ডলীতে 25V বিদ্যুৎচালক বল আবিষ্ট হলে কুণ্ডলীর স্বকীয় আবেশ কত ?
একটি ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ (rad/s) কত?
বল ও সরণের মধ্যবর্তী কোণ 90° হলে, কৃত কাজ হবে:
গতিশীল বস্তুর বেগ দ্বিগুন হলে গতিশক্তি হবে:
কত ডিগ্রী অক্ষাংশে সমুদ্রতলে 'g' এর মানকে আদর্শ ধরা হয়?
একটি সরল দোলককে ভূ-কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে:
একটি তারকে প্রসারিত করতে কৃত কাজ হল :
ফারেনহাইট স্কেলের কোন অপমাত্রা সেন্টিগ্রেড ছেলের পাঠের দ্বিগুণ?
বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের কো ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক কী?
গোলকীয় দর্পণের প্রধান অক্ষ দর্পণের সাথে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?
একটি পুকুর 6 ফুট গভীর। পানির প্রতিসরাঙ্ক 1.33। পুকুরের আপাত গভীরতা কত?