যদি সরল দোল গতি সুষম বৃত্তাকার গতির অভিক্ষেপ হয় তবে
i. সরল দোল গতির বিস্তার সুষম বৃত্তাকার গতির ব্যাসার্ধের সমান
ii. উভয় গতির পর্যায়কাল একই হবে
iii. সরল দোল গতির কৌণিক কম্পাঙ্ক সুষম বৃত্তাকার গতির কৌণিক বেগের সমান
নিচের কোনটি সঠিক?
একটি আহিত ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ হলো-
i. U=12QV2
ii. U=12CV2
iii. U-=12Q2C
1.000 kg ভরের একটি গাড়ী 300N ঘর্ষণ বলযুক্ত সোজা রাস্তায় 4ms-2 সমত্বরণে চলে। গাড়ীর ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল—
পরিবর্তনশীল ধারক-
i. এর ধারকত্ব প্রয়োজনমত হ্রাস-বৃদ্ধি করা যায়।
ii. এর বিভব 20 kV পর্যন্ত হতে পারে
iii. কতকগুলো পরস্পর সংযুক্ত অর্ধ-বৃত্তাকার সমান্তরাল পাত স্থির অবস্থায় থাকে
বর্তনীতে I1 -এর মান কত?