পরিবেশবান্ধব শিল্পায়ন
পরিবেশবান্ধব শিল্পায়ন হলো দূষণমুক্ত শিল্পায়ন। পরিবেশ বান্ধব শিল্পায়নকে সবুজ শিল্পায়ন নামেও অভিহিত করা পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য বর্তমানে পরিবেশবাদী সংগঠনসহ সারা বিশ্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিবেশবান্ধব জন্য উন্নত ও প্রভাবশালী দেশগুলো প্রধান অন্তরায়।
যেসব শিল্প কারখানা পরিবেশবাদ নয় সেসব কারখানাগুলোর জন্য বায়ু, মাটি, পানিও পরিবেশ দূষণ হচ্ছে। এর বছ পরিবেশ দূষণের মাত্রা ক্রমেই বেড়ে চলছে। পরিবেশ দূষণের কারণে মানুষ সহ অন্যান্য জীব-জন্তুর জীববৈচিত্র্য ধ্বংস হবে আমাদের এ সুন্দর ধরণী ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।
শিল্প কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও শিল্প বর্জ্য পানি, বায়ু, মাটিতে মিশে পরিবেশ দূষিত করছে। পরিবেশ দূষার ফলে উষ্ণতা বাড়ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে হুমকির মুখে সারা বিশ্ব। এর থেকে পরিত্রানের একমাত্র উপায় পরিবেশ বাস্তব শিল্পকারখানা।
বর্তমানে পরিবেশকে সুরক্ষা দিতে কিয়েটো প্রটোকল, উলানবাটোর সম্মেলন, কোপেনহেগের সম্মেলনসহ সারা বিশ্বের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিশ্বকে নিরাপদ করতে পরিবেশ দূণষমুক্ত রাখতে এসব সম্মেলন থেকে গৃহীত সকল শর্ত মোছ চলা বাধ্যতামূলক করতে হবে। বর্তমানে পরিবেশ বান্ধব শিল্পায়নে বাংলাদেশ অন্যান্য দেশের থেকে এগিয়ে রয়েছে। বিশ্বের শীর্ষ ১০টি পরিবেশবান্ধ গার্মেন্টস অরখানার ৭টি-ই বাংলাদেশে। পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য আমাদের একদিকে বিলাসিতা বর্জন করতে হবে তেমনি পরিবেশ সুরক্ষার জন্য চেষ্টা করতে হবে। পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য একদিকে যেমন শিল্পকারখানাগুলোর দূর্গ রোধ করতে হবে অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার ব্যবহার কমাতে হবে। জাপান ও যুক্তরাজ্য তাদের কয়লাভিতি বিদ্যুৎ কেন্দ্র কমানোর ঘোষণা দিয়েছে। অন্যান্য উন্নত দেশগুলোরও উচিত এরকম পদক্ষেপ নেওয়া।
পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বনায়ন করতে হবে। কৃষিতে সার ও কীটনাশক যথাসম্ভব বা ব্যবহার করতে হবে। বেশি করে সবুজ সার ও জৈব সার ব্যবহার করতে হবে। জীবাশ্ম জ্বালানি ও শক্তি ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে। সৌরশক্তি ও বায়ুশক্তির ব্যবহার বাড়াতে হবে। এতে করে সবুজ শিল্পায়নের বিপ্লব ঘটবে। তাই সবশেষে বলতে পারি যে, আমাদের সুন্দর ঘরণী রক্ষা করতে হলে পরিবেশবান্ধব শিল্পয়নের কোন বিকল্প নেই। বর্তমানে শিল্পায়ন ছাড়া জীবন চলবে না কিন্তু ধরণীকে রক্ষা করতে তথা মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিবেশবান্ধ শিল্পায়ন একান্ত জরুরী ।