করোনাকলীন সময়ে টেলিমেডিসিনের ভূমিকা ও প্রতিবন্ধকতা
টেলিমেডিসিন হল এমন একটি চিকিৎসা ব্যবস্থা যেখানে রোগীকে সশরীরে চিকিৎসকের কাজে উপস্থিত হওয়ার "বিপরীত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র যেমনঃ মোবাইল ফোন, কম্পিউটার, ক্যানেরা ইত্যাদি ব্যবহার করে দূর থেকে তার অনুসের ধরন অনুধাবন করে চিকিৎসা দেয়ার পদ্ধতি। অপেক্ষাকৃত কম জটিল রোগে, চিকিৎসা পরবর্তী ফলোআপে, ওষুদের ভোজ সমন্বয় সাধনসহ বেশ কিছু ব্যাপারে এ পদ্ধতি অত্যন্ত কার্যকর এবং সাশ্রয়ীও বটে। টেলিমেডিসিন মূলধারার চিকিৎসা পদ্ধতি বিকল্প নয় বরং তার পরিপুরক মাত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী টেলিমেডিসিন হল Healing from a distance অর্থাৎ দূর হতে নিরাময়। এ ব্যবস্থ্য স্বাস্থ্য সেবা গ্রহণের ক্ষেত্রে রোগীকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় চিকিৎসাকের লাঙ্গ সাক্ষাৎ করার বাধ্যবাধকতা থেকে মুক্তি দেয়।
১৯২৪ সালে আমেরিকাতে বিশেষ ধরনের বেতার যন্ত্রের মাধ্যমে দূর থেকে চিকিৎসা দেয়ার পদ্ধতি চালু ছিল। ১৯৪৮ সালে পেনসুলভেনিয়ার চিকিৎসকরা প্রথম একস্থান থেকে অন্য স্থানে মেডিকেল রিপোর্ট প্রদান করতে সক্ষম হয়। পরে কানাডীয় রেডিওলজিস্টরা একটি নেটওয়ার্ক তৈরি করেন যার মাধ্যমে মন্ট্রিল ও তার আশপাশের এলাকায় রেডিওলজি সংক্রান্ত রিপোর্ট বিনিময় করা সম্ভব হয়। ১৯৫৯ সালে নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা নিউরোলজিক্যাল পরীক্ষার রিপোর্ট তাদের ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে সরবরাহ করার জন্য দূরদর্শন যন্ত্র ব্যবহার করে এবং এ প্রক্রিয়াটি ছিল পারস্পরিক আলোচনার সুযোগ সম্পন্ন। তবে বৃহৎ পরিসরে প্রাতিষ্ঠানিকভাবে টেলিমেডিসিন প্রথম চালু করে আমেরিকার সামরিক বাহিনী। ১৯৬০ থেকে ১৯৭০ সালের মধ্যবর্তী সময়ে আমেরিকার নাসা, জনস্বাস্থ্য বিভাগ এবং সামরিক বাহিনী টেলিমেডিসিন খাতে ব্যাপক অর্থ ও সময় ব্যয় করে যা আধুনিক টেলিমিডিসিনে ব্যবস্থার গোড়া পত্তন করে। সময়ের আবর্তনে এবং প্রযুক্তির উৎকর্ষ সাধনে ধীরে ধীরে টেলিমেডিসিন আধুনিক রূপ লাভ করে। কয়েক ধরনের টেলিমেডিসিন রয়েছে। এগুলো হলোঃ
রিয়েল টাইম টেলিমেডিসিনঃ এ পদ্ধতির আরেক নাম হল লাইভ টেলিমেডিসিন বা ইন্টারেক্টিভ টেলিমেডিসিন। এখানে রোগী ও ডাক্তার দূরবর্তী অবস্থানে থাকাসত্ত্বেও ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে একে অপরকে সরাসরি দেখতে ও শুনতে পারে। এখানে রোগী ও ডাক্তার তাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর জানতে চাইতে পারে। এ প্রক্রিয়ার সবচেয়ে সুবিধা হল রোগীর মানসিক ও শারীরিক ভাষা বোঝার সুযোগ শারীরিক পর্যবেক্ষণ, মেডিকেল রিপোর্ট মূল্যায়ন এবং অন্য প্রাসঙ্গিক বিষয়ে সম্যক ধারণা লাভের সুযোগ।
রিমোট পেশেন্ট মনিটরিংঃ এ পদ্ধতির অন্য নাম সেলফ মনিটরিং বা সেলফ টেস্টিং পদ্ধতি। এ প্রক্রিয়াতে মেডিকেল ডিভাইস ব্যবহার করে রোগী বাসায় বসে তার স্বাস্থ্যের অবস্থা বা ক্লিনিকাল উপসর্গ সম্পর্কে জানতে ও জানাতে পারে। সাধারণত দীর্ঘস্থায়ী রোগ যেমনঃ কার্ডিওভাসকুলার ডিসিস, এজমা, ডায়াবেটিস মনিটরিংয়ের ক্ষেত্রে এ পদ্ধতি বেশি। ব্যবহৃত হয়। এ পদ্ধতির সুবিধা হলেও এটি সহজ, সাশ্রয়ী এবং রোগীবান্ধব।
স্টোর অ্যান্ড ফরওয়ার্ডঃ এ পদ্ধতির আরেক নাম এসাইনক্রোনাস টেলিমেডিসিন। এখানে রোগী তার সমস্ত মেডিকেল রেকর্ড, প্রয়োজনীয় ছবি, ভিডিও বা অন্য সব তথ্য বিশেষ ব্যবস্থায় ডাক্তারের কাছে প্রেরণ করেন এবং ডাক্তার তার সুবিধামতো সময়ে প্রেরিত ডকুমেন্টের ওপর ভিত্তি করে ব্যবস্থাপত্র দেন। সাধারণত ডার্মাটোলজি, রেডিওলজি এবং প্যাথলজি সংক্রান্ত চিকিৎসায় এ পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
টেলিমেডিসিনের উপকারিতাঃ নানাদিক বিবেচনায় টেলিমেডিসিনের উপকারী ভূমিকা অনস্বীকার্য। টেলিমেডিসিন একটি অত্যন্ত সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা যেখানে একটি মোবাইল ফোন বা ক্যামেরা সম্পন্ন কম্পিউটার-ই চিকিৎসা উপকরণ হিসেবে যথেষ্ট। পাশাপাশি মেডিকেল রেকর্ড সংরক্ষণ এবং নিম্নোক্ত সুবিধাতো আছেই।
যাতায়াত খরচ বা অতিরিক্ত সময় নষ্ট না হওয়াঃ যেহেতু দূর থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ থাকে তাই কষ্ট করে চিকিৎসকের চেম্বারে যাওয়ার প্রয়োজন হয় না এতে করে যাতায়াত খরচ লাগে না এবং চিকিৎসকের সিরিয়াল পেতে দীর্ঘ সময় অপেক্ষার দরকার হয় না।
বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণের সুযোগঃ যেসব দূরবর্তী বা প্রত্যন্ত অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে সেখানকার লোকজন চাইলেই টেলিমেডিসিনের মাধ্যমে পছন্দমতো বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণের সুযোগ পেতে পারে। এক্ষেত্রে রিয়েল টাইম এবং স্টোর ও ফরওয়ার্ড উভয় পদ্ধতি বেছে নেয়ার সুযোগ রয়েছে।
সুবিধামতো সময়ে চিকিৎসা প্রদানঃ চিকিৎসক চাইলে তার পছন্দমতো সময়ে রোগীর পাঠান ছবি, ভিডিও, মেডিকে ইতিহাস, টেস্ট এবং অন্য রিপোর্ট পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন যাতে করে বাস্ত চিকিৎসকের সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়।
রোগ সংক্রমণের সুযোগ হ্রাসঃ কিছু ক্ষেত্রে চিকিৎসকের চেম্বারের অপেক্ষমাণ রোগীর কাছে থেকে অন্যদের গে সংক্রমণের আশংকা থেকে যায় কিন্তু টেলিমেডিসিনের ক্ষেত্রে এরকমটি হওয়ার সুযোগ নেই।
বৃদ্ধ ও শিশুদের বিশেষ সুবিধাঃ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত বৃদ্ধ বা শিশুকে হর-হামেশাই চিকিৎসকের কাছে নিয়ে যাওয় অনেক ক্ষেত্রেই বেশ কষ্টকর এবং অসুবিধাজনক। টেলিমেডিসিন এক্ষেত্রে অনেকটাই সহায়ক ভূমিকা রাখতে পারে।
টেলিমেডিসিনের চ্যালেঞ্জ:
সাইবার সিকিউরিটিঃ টেলিমেডিসিনে যেহেতু ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ডাটা আদান-প্রদান হয় তাই হ্যাকারর প্রয়োজনীয় তথ্যের জন্য হ্যাকিংয়ের আশ্রয় নিতে পারে। কারিগরি দক্ষতাঃ টেলিমেডিসিন সেবা পাওয়ার জন্য ন্যূনতম কারিগরি দক্ষতা থাকা আবশ্যক তবে অনেকের ক্ষেত্রে এটি অনুপস্থিত যা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে ।
ইন্টারনেট সুবিধাঃ টেলিমেডিসিন সেবা পাওয়ার জন্য ইন্টারনেট সুবিধা অন্যতম নিয়ামক কিন্তু শতভাগ এলাকা বা মানুষ ইন্টারনেট সেবার আওতাভুক্ত এমনটি বলা যায় না অর্থাৎ তাদের জন্য এ সেবা পাওয়া কষ্টকর।
প্রেসক্রিপশন করার অসুবিধাঃ ইদানীং বেশ কিছু সফটওয়্যারের মাধমে দূরবর্তী স্থানে প্রেসক্রিপশন প্রদান সম্ভব হলে গ্রহীতার বিশেষ সুবিধা থাকতে হয় যা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না।
আইনি জটিলতাঃ এখন পর্যন্ত অনেক দেশেই টেলিমেডিসিনের জন্য সাদৃশ্যপূর্ণ আইন বা নিয়ম তৈরি হয়নি যে কারণে সেবা দাতা ও গ্রহীতার অধিকার সীমা নির্ধারণ করা কঠিন। এমনকি বড় আয়তনের দেশে বিভিন্ন অঙ্গরাজ্যে আইনের ভিন্নতা থাকলে তা আরও বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কারণ টেলিমেডিসিনের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান বড় নিয়ামক হয়ে দাঁড়ায় না।
জরুরি সেবার সুযোগ না থাকাঃ জরুরি সেবার ক্ষেত্রে টেলিমেডিসিন অনেকটাই অনুপযোগী যেমনঃ হার্টঅ্যাটাক, স্ট্রোক, হাড়ভাঙা, কেটে যাওয়া বা এমন কোনো সেবা যেখানে সেবাদাতার সরাসরি হাতের কাজ আছে কারণ এসব ক্ষেত্রে রোগী ও চিকিৎসকের সরাসরি সাক্ষাতের বিকল্প নেই।
সম্প্রতি প্রকাশিত একটি জরিপের ফলাফলে প্রকাশিত হয়েছে যে, যারা টেলিমেডিসিন সেবা গ্রহণ করেন তারা অপেক্ষাকৃত কম মাত্রায় উদ্বিগ্নতা, মানসিকচাপ ও দুশ্চিন্তা অনুভব করেন এবং তাদের ক্ষেত্রে অসুস্থতাজনিত হাসপাতালে। ভর্তি হার শতকরা ৩৮ ভাগ কম। বর্তমান সময়ে টেলিমেডিসিন একটি ১৭.৮ বিলিয়ন ডলারের শিল্প যার বার্ষিক প্রবৃদ্ধি শতকরা ১৮.৪ ভাগ। অর্থাৎ এ শিল্প দ্রুত বর্ধনশীল এবং এ থেকে আলাদা থাকার সুযোগ কম। হাসপাতালের বহির্বিভাগের ওপর চাপ কমান, সেবাদাতা ও গ্রহীতার সুবিধা, সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছান, চিকিৎসা খরচ কমান প্রভৃতি বিষয় বিবেচনায় টেলিমেডিসিনে আমাদের আরও বেশি মনোযোগী হওয়া দরকার।
The number of people using internet on their mobile phones in Bangladesh crossed the 10-crore mark in September 2020 as customers shift towards the digital sphere to carry out tasks made further gains owing to the corona virus pandemic. The number of internet users rose 13 percent year-on- year to 11.11 crore in September. It was 9.84 crore in the same month last year. Now, 10.25 crore. subscribers use internet on their handheld devices and the rest rely on the services provided by internet service providers and public-switched telephone network operators. In another milestone. mobile phone subscribers grew 2.26 percent year-on-year to 16.71 crore in September to reach an all-time high. The number of active mobile phone users stood at 16.34 crore in the same month last year.
= বাংলাদেশে মোবাইল ফোন/ সেলফোন/ মুঠোফোনের সাহায্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। সেপ্টেম্বর ২০২০ সালে। করোনাভাইরাস মহামারির সময়ে ভোক্তারা তাদের কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা করায় এই খাতের আরো প্রবৃদ্ধি হয়েছে। এক বছরের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ শতাংশ বেড়ে ১১.১১ কোটি হয় সেপ্টেম্বরে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিলো ৯.৮৪ কোটি। বর্তমানে ১০.২৫ কোটি গ্রাহক তাদের মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করে। বাকিরা ইন্টারনেট সংযোগ প্রদানকারী এবং সরকারি টেলিফোন সংযোগ প্রদানকারীদের উপর নির্ভর করে। অন্যদিকে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা এক বছরের ব্যবধানে ২.২৬ শতাংশ বেড়ে ১৬.৭১ কোটি হয়েছে। গত সেপ্টেম্বরে যা এযাবতকালে দেশের ইতিহাসে সর্বোচ্চ এবং একটি মাইলফলকও বটে। গত বছরের একই সময়ে সক্রিয় মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৬.৩৪ কোটি।
জ/ব্যা/লি/জি/বি/২০20/12
১৩-১১-২০২০
জনাব কামাল
দশচিড়া রোড, টেপড়া, শিবালয়, মানিকগঞ্জ-১৮৫০
বিষয়ঃ ক্রসচেক প্রত্যাখানের কারণ।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ক্যাশ কাউন্টারে কোনো ক্রসচেকের বিপরীতে নগদ অর্থ প্রদান করা হয় না। শুধু ক্লিয়ারিং হাউজের মাধ্যমে একাউন্ট পে-ইকে ক্রসচেকে উল্লিখিত পরিমাণ টাকা প্রদান করা হয়। আপনি জনতা ব্যাংক লিমিটেডের শিবালয় শাখার ক্যাশ কাউন্টারে চেক জমা করেছেন। কিন্তু, এই ব্যাংকে আপনার কোনা একাউন্ট নেই। এই কারণে জনতা ব্যাংক লিমিটেডের শিবালয় শাখা আপনার প্রদত্ত চেকটি প্রত্যাখান করেছে। তবে ক্লিয়ারিং হাউজের মাধ্যমে আপনি আপনার টাকা উল্লিখিত একাউন্টে জমা করতে পারেন। সেক্ষেত্রে চেকটি ক্যাশ কাউন্টারে না দিয়ে ক্লিয়ারিং শাখায় জমা দিতে হবে ।
ধন্যবাদান্তে
প্রণয় তির্কী
এক্সিকিউটিভ অফিসার ও সাধারণ ব্যাংকিং ইনচার্জ
জনতা ব্যাংক লিমিটেড
শিবালয় শাখা, মানিকগঞ্জ ।
বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে। বড় হওয়ার পেছনে কাঠামোগতভাবে একসময়ে কৃষির অবদান সবচেয়ে বেশি থাকলেও বর্তমানে সেই চিত্রে পরিবর্তন এসেছে। কৃষির জায়গাটি দখল করে নিয়েছে সেবা ও শিল্প খাত। গত পাঁচ বছরের সরকারি তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে, দেশের অর্থনীতিতে ধারাবাহিকভাবে অবদান বাড়িয়ে চলেছে উৎপাদন শিল্প । অর্থনীতিকে বড় করতে এ খাতই এখন মূখ্য ভূমিকা রাখছে। কৃষিনির্ভর অর্থনীতির কাঠামো বদলাতে শুরু করে আশির দশকের মাঝামাঝি সময়ে। মূলত পোশাক খাতের সংযোগ হিসেবে গড়ে ওঠে অনেক শিল্প। এছাড়া ভৌত অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় পোশাক খাতের পাশাপাশি বেশকিছু ভারী শিল্পেও গড়ে উঠতে থাকে। আর এভাবেই অর্থনৈতিক কাঠামোতে জায়গা করে নিতে শুরু করে উৎপাদন খাত।
= The economy of Bangladesh is expanding. In the past, the infrastructural development was largely dependent on agricultural sector but the scenario has changed now. Industrial and service sector have taken the position of agriculture. Analyzing the official data and facts of last 5 years we can see that the production sector has been consistently increasing it's contribution in our economy. Production sector has been the main influencer for our economic progress. The structure of agriculture based economy starts changing in the mid 80's. Mainly many other industrial sectors develop in the cohesion connection of garments sector. Rather than this in the continuance of the improvement of our basic infrastructure some heavy industries have also developed in our country. Thus production sector takes it's place in the economic sector.
Janata/Dhaka EPZ/CR/2020/86 FINAL NOTICE
November 13, 2020
Mr. Md. Rafiqul Istam
Managing Director: A.E. Knitwear Limited
S/O: Md. Sanwar Hossain & Mst. Asa Banu
Office Address : 210-211, Unique, Gazirchat Ashulia Road, Savar, Dhaka.
Residence Address : House no- D-21 (Halim House), Bazar Road, Bank Colony, Savar-1340, Dhaka.
Sub: Final Notice for Depositing Overdue Installments of Your Classified Loan.
Dear Sir,
Please be informed that, your loan account B.E. Knitwear Limited (0115 73400000008) is currently running with five (05) installments overdue. As a result, the account has become a classified account as Sub-Standard (SS) and being reported to Bangladesh Bank. Despite several verbal (over phone & physical) & written reminders from us, you have been irresponsive about depositing overd installments.
Now, we are in a position to serve you a Final Notice for adjusting the overdue installments on or before 07.12.2020 (15 working days). Otherwise, we will have no option but to callback the loan as per sanction term [(a) Other terms and conditions for Lease Finance Facility: Page no.: 04]. Your cordial & quick response regarding this issue will be highly appreciated.
For any clarification, please feel free to contact us.
Thanking you.
Mohidul Islam Pronay Tirki Md. Anwar Hossain
Junior Officer EO & Deputy Manager VP & Manager
CC To:
1. Head of Recovery Division, The Janata Bank Ltd, Head Office, Motijheel, Dhaka.
Managing emotions in the workplace is important as it is a challenging place. It is also necessary for a person who wants to be effective at managing relationships.
Currently it is widely recognized that successful adjustment at the workplace requires not only social skill but also motivations. Social skill is a person's ability to apply gathered knowledge and motivations lead him to do this.
Socially skilled people are supposed to have a wide-spread acquaintances at workplace. They do maintain it to find out positive outcomes. Social skill is something that is more than friendliness. It assumes that nothing important that gets done alone.
Some components that develop social skills are:
i) Effective communication at workplace.
ii) Empathy.
iii) Relationship management.
iv) Mutual respect.
V) Friendliness.
Social skill is recognizable on the job in many ways as it is the outcome of the other dimensions of emotional intelligence.
'Stimulus Package' during COVID-19: Rote of Banks and Implementation Challenges
The government has so far announced a set of stimulus packages worth around $11.90 billion (Taka 1.011 trillion to offset the COVID-19 shock on various sectors of the country and minimize the sufferings of the people hit hard by the nationwide shutdown enforced to fend off the deadly virus. "In the wake of COVID-19 outbreak in the country, the government led by Prime Minister Sheikh Hasina has so far declared a set of stimulus packages of Tk 1.011 trillion which is 3.6 pe cent of total GDP to reinvigorate the country's economic activities and production system.". It said total of 18 economic sectors, including export-oriented industries; small, medium and industries, agriculture, fish farming, poultry and livestock have been brought under these incentive packages.
Among the packages, the highest amount of Tk 300.00 billion has been allocated for providing working capital facility to the affected industries and services sector organizations followed by T 200.00 billion stimulus package for supplying working capital to the small (including cottage industries) and medium industrial enterprises.
As the impact of the corona virus outbreak on Bangladesh economy is becoming apparent in many ways, Prime Minister Sheikh Hasina announced a second stimulus package for the affected sectors on April 5, 2020. These packages are for the immediate, short and long terms that aim to increase public expenditure, widen social safety net coverage and increase monetary supply. Earlier, on March 25, 2020, the government declared the first stimulus package amounting to Tk 5,000 crore for the export-oriented sectors.
Now the second package covers four areas and amounts to Tk 67.750 crore to overcome the economic losses caused by the corona virus situation. Thus, the total size of the stimulus packages stands at Tk 72,750 crore, which is about 2.5 percent of Bangladesh's gross domestic product (GDP). This support is deemed to help both local and export-oriented sectors which are facing the heat of Covid-19.
In the new package, Tk 30,000 crore is set aside for big industries and the service sector which will be distributed by commercial banks as working capital loan at 9 percent interest rate. Here, the government will provide 4.5 percent as interest subsidy. Small and medium enterprises (SMEs) including the cottage industries, will receive Tk 20,000 crore as working capital loan at 9 percent interest rate, and the government will give 5 percent interest subsidy. An amount of Tk 12,750 crore has been allocated under the Export Development Fund (EDF) of Bangladesh Bank to facilitate raw materials imports under back-to-back Letter of Credit. The interest rate here has been reduced to 2 percent from 2.73 percent. The fourth component is the allocation of Tk 5,000 crore to facilitate the Pre-shipment Credit Refinance Scheme' at 7 percent interest rate.
The government has also committed to widen the coverage of the existing social safety net to address the basic needs of people living below the poverty line. These include workers in the informal sector, the daily labourers, old people and destitute women. They will be supported by way of cash transfers, free food and rice at Tk 10 per kilogramme through the open market sale operation. Free housing has been promised to the homeless people. There is no clear indication about the amount of resources allocated for these activities. If these people are to survive throughout the corona period and beyond, there will be a huge requirement for that. Therefore, not only the allocation is required right now, but the upcoming budget for FY 2021 will have to make room for their requirements.
The stimulus package is a timely and much-needed measure. The questions that are echoed around now are: how this money will be mobilized, and how it will be utilized.
Apparently it seems that the major responsibility will be on the commercial banks. The banks have to generate the funds to provide working capital loan for business, trade and services. In this respect, a number of issues can be raised.
First, one of the important features of Bangladesh's stimulus package is that the lion's share of the package-Tk 67,750 crore-is repayable loan. In other words, this is a liquidity support. Except for the support t under EDF of the central bank, the commercial banks will be responsible for the selection of their customers, and thus for absorbing all types of risks attached to the loan, such as management risk, sectoral risk and market risk. The banks will also have to ensure that the loan is paid back to them in due course.
Given the current health of the banking sector, whether it is in a position to perform this huge responsibility is a natural question. The banking sector is now overburdened with huge non- performing loans (NPLs), liquidity shortage, low net profitability, lack of skilled human resources, poor risk management preparation and inadequate technological skills.
Several banks have lost their reputation due to bad loans and poor management. People have turned away from them and do not want to keep their hard-earned money in these banks. Particularly, the new banks and several non-banking financial institutions are suffering from a serious management crisis that led to loss of confidence of the depositors. In the current fiscal year, the government has imposed restrictions on further sales of the savings certificate as it was creating a fiscal burden for the government. As a result, bank deposit has increased by about 10 percent in the current fiscal year. However, those deposits are kept in the good private banks and in the state-owned banks. Therefore, not all banks are equally capable of providing loans to support the Covid-19 affected businesses.
Second, if the Covid-19 loans become bad loans, the banking sector will run into further trouble. It has been mentioned that borrowers will be selected by the banks based on bank-client relationship. Unfortunately, this understanding did not bring any good for the banking sector so far. Much of the NPLs in the banking sector is due to the habitual defaulters who have been given leeway through various supports by the policymakers. Given the historical experience of loan default, one cannot but be apprehensive of the misuse of the new opportunities announced for the corona-affected businesses. The willful defaulters are mostly powerful and politically connected people. Banks have had always difficulties both in case of refusing loans to them and in recovering the loans from them. Thus, banks should be hundred percent compliant in disbursing these loans during such a critical time. The central bank has a critical overseeing role to play here.
This is more so because the full responsibility of fund distribution and management will be on the commercial banks. No other organizations will be there for them. Even any irregularity with regard to the distribution of EDF fund will not be the responsibility of the central bank. The Ministry of Finance will provide export support. In case of bank loans, the ministry will pay the interest subsidy on loans which are projected to be Tk 3,000 crore.
Third, how the money will be generated is another issue. As the corona virus continues to affect the economy, the liquidity crunch will deteriorate further since economic activities will shrink. Bangladesh Bank has undertaken quantitative easing by reducing policy rates. Towards this, the Cash Reserve Ratio (CRR) has been reduced by 0.5 percentage point. This will generate an additional Tk 6,200 crore. If needed, Bangladesh Bank may have to reduce the CRR further and also reduce other rates such as the Statutory Liquidity Ratio (SLR) given the demand for liquidity during the Covid-19 crisis.
Fourth, the transparency and accountability of this stimulus package will be of paramount importance. Who will get the support, on what basis the demand of the applicants will be assessed, and whether there will be non-interference from the powerful groups are issues that are attached to the distribution of the incentive package. Of course, the prime minister herself warned again misappropriation and mismanagement of the stimulus package. One only hopes this reaches the people at the ground level-and for once at least, the opportunists keep themselves away from grabbing a share from this humanitarian support.
message Finally, the government should also explore options for support from the international developme agencies and donors. International Monetary Fund, World Bank. Asian Development Bank, Asian Infrastructure Investment Bank, Islamic Development Bank and other agencies have enhanced the support packages during this crisis moment. Bangladesh will have to move fast since there are several countries in line to receive their support to tackle the impact of Covid-19 crisis.
Simplify:
=
=
=