পরিবেশ বিপর্যয়
প্রাকৃতিক ব্যবস্থাপনায় প্রাণী জগৎ, উদ্ভিদজগৎ ও বায়ুমণ্ডলের অনিষ্ট সৃষ্টিকারী বস্তুর উপস্থিতি যা পরিবেশগত ভারসাম্যকে ধ্বংস করে তাই পরিবেশ বিপর্যয়।
পরিবেশ বিপর্যয়ের কারণসমূহ: পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ হল: পানি দূষণ; বায়ু দূষণ, শব্দ দূষণ ও মাটি দূষণ ।
পানি দূষণ: পানিতে বিষাক্ত দ্রব্য বা দূষিত বর্জ্য পদার্থ মিশ্রণের ফলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়াকে পানি দূষণ বলে। যে সকল কারণে পানি দূষিত হয় তা হল: কলকারখানার বর্জ্য পানিতে মিশে পানির লাইন ফেটে এর সাথে ময়লা আবর্জনা মিশে, ফসলের কীটনাশক পানিতে মিশে, পানিতে কাপড় পরিষ্কার, মানুষ ও গবাদী পশুর গোসল করার দ্বারাও পানি দূষিত হয়।
পানি দূষণের প্রভাবঃ পানি দূষণের ফলে বিভিন্ন ধরণের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে। যেমন : ডায়রিয়া; টাইফয়েড, কলেরা, জন্ডিস, অ্যামোবিক আমাশয় ইত্যাদি ।
পানি দূষণমুক্ত রাখতে করণীয় :
বায়ু দূষণ: বায়ু যখন প্রাণী ও উদ্ভীদের জন্য ব্যবহার অনুপযোগী হয় তখন তাকে বায়ু দূষণ বলে। বায়ুতে সীসা ও কার্বন মনো-অক্সাইড মিশ্রণের ফলে মানুষ দিন দিন রোগাক্রান্ত হয়ে পড়ছে। যে সকল কারণে বায়ু দূষণ হয়: তেজস্ক্রিয়তার দ্বারা, কল-কারখানার বিষাক্ত ধোঁয়ার ধারা, যান-বাহনের থেকে নির্গত ধোঁয়া। বিভিন্ন ধরণের বারুদ ও বোমা বিস্ফোরণ ইত্যাদি ।
বায়ু দূষণের প্রভাবঃ বায়ু দূষণের ফলে মানুষ যে সকল রোগে আক্রান্ত হয় তা হল শ্বাসকষ্ট, ফুসফুসে কষ্ট, রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস ইত্যাদি।
বায়ু দূষণমুক্ত রাখতে করণীয়:
শব্দ দূষণ: শব্দ ৮০ ডেসিবলের বেশি হলে তা ক্ষতিকর। শব্দ দূষণের ফলে মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে। যে সকল কারণে শব্দ দূষণ হয়: গাড়ীর হর্ণ, ঘণ্টার শব্দ, কল-কারখানার শব্দ ইত্যাদির দ্বারা।
শব্দ দূষণের প্রভাব: শব্দ দূষণের ফলে বিভিন্ন মানসিক রোগ হতে পারে।
শব্দ দূষণ রোধে করণীয় :
মাটি দূষণ: মাটি দূষণ বলতে মাটির উর্বরতা ক্ষমতা হ্রাস পাওয়াকে বুঝায়। বিভিন্ন কারণে মাটি দূষণ ঘটে। যেমন: ভূমিক্ষয়, বায়ু প্রবাহ, বন্যা, বৃক্ষ নিধন, জমিতে রাসায়নিক সার প্রয়োগ, প্লাস্টিকের ব্যবহার ইত্যাদি।
মাটি দূষণের প্রভাব: মাটি দূষণের ফলে মাটির উর্বরতা ক্ষমতা হ্রাস পায়।
মাটি দূষণ মুক্ত রাখতে করণীয়:
06 January 2017
To
The Editor,
The Daily Star,
19 Karwan Bazar, Dhaka-1215.
Sir,
I shall be grateful to you if you publish the following article in your daily for raising consciousness of the
people about reckless driving of motor cars in the streets.
Your faithfully,
Shafiqul Islam
Savar, Dhaka
Reckless driving of motor cars in the streets
I would like to draw the attention of Traffic Police of (name of city) towards reckless driving. It is high time that proper steps ought to be taken to put a stop to the reckless driving of motor cars and other vehicles in the streets of our thickly populated city. In fact, just few days ago, a poor old beggar narrowly escaped from being run over by a motor car going at a very high speed. The beggar was crossing the street when a car came dashing along at a speed above (-) kilometers an hour. This is just one such incident as many women and children who try to cross the roads of this overpopulated city become victims to such reckless driving. This has caused many fatal accidents. Undoubtedly, regulations regarding speed do exist in the city, but the drivers pay no heed. The police also takes little or no notice of these offenders, therefore, accidents are almost a daily occurrence.
I would like to emphasize that the police must strictly enforce the regulations regarding limit and the public, who are the worst sufferers, must bring pressure to bear upon the police and other authorities to put a stop to reckless and negligent driving so that lives of citizens are not put at risk.
Ways to improve transport system in Dhaka City
Good public transport systems are an essential part of safe, clean and affordable transport for development. From a social perspective (fwa), public transport is often the only means of transport for the poor. Without it, they would be able to look at work opportunities only within walking distance of their homes, so public transport improves their livelihood opportunities. It also gives them greater access to education, health care and recreation. For senior citizens, people with disabilities and children, public transport is also their main means of mobility (; f). But, without incorporating the views of various technical experts and the traveling pubic, analysis of the existing traffic and transports, and addressing environmental issues, a new public transport system cannot be sustainable. The following points are some ways to imporve transport system in Dhaka City:
In conclusion, everyone wants for additional forms of public transport, such as underground Metro
and/or light railway/tramways, which are capable of carrying a lot of passengers at a time and are also
environment-friendly. Emphasis (গুরুত্ব প্রদান) must be placed on public transport rather than private ones.
Transport rules of all major developed cities should be adopted.