রূপকল্প ২০২১ বা ভিশন ২০২১ বা ডিজিটাল বাংলাদেশ ভিশন ছিল ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার আগে বাংলাদেশ আওয়ামী লীগের একটি নির্বাচনী ইশতেহার।
বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক চালুকৃত ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের নাম নগদ ।
কক্সবাজারের ঝিলংজায় বাংলাদেশের প্রথম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত। আর দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং অবস্থিত কুয়াকাটায়। উল্লেখ্য, সাবমেরিন ক্যাবল হলো সাগরের তলদেশে স্থাপিত এক ধরনের ফাইবার অপটিক ক্যাবল যা টেলিকমিউনিকেশনে ব্যবহৃত হয়। আর বাংলাদেশের 'সাবমেরিন ক্যাবল' প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন।