সাধারণ বীমা কর্পোরেশন || কন্ট্রোল অপারেটর ( গ্রেড-16) (07-11-2020) || 2020

All

কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো CPU বা Central Processing Unit. অবশ্য CPU বলতে আগের দিনে বোঝাত কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশকে। এখন CPU বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বুঝানো হয়। CPU কে কম্পিউটারের ব্রেইন বা মস্তিস্ক বলা হয়। CPU কে তিনটি ভাগে ভাগ করা যায়ঃ গাণিতিক যুক্ত ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট এবং রেজিস্টার স্মৃতি ।

কম্পিউটারের মেমোরিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথাঃ প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরি । সহায়ক মেমোরির মধ্যে রয়েছেঃ হার্ড ডিস্ক, ফ্লাশ ডিস্ক, ফ্লপি ডিস্ক, চৌম্বক ড্রাম, সিডি এবং ডিভিডি ।

সাধারণত কম্পিউটারের RAM নষ্ট হলে বিপ (Beep) সাউন্ড দেয়। মাঝে মাঝে পিসি বিপ বিপ সাউন্ড করতে করতে বন্ধ হয়ে যায় 

মাইক্রোসফট ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ডকে সংক্ষেপে এম.এস.ওয়ার্ড বলে।

Created: 3 months ago | Updated: 14 hours ago

কম্পিউটারের পরিভাষায় ভাইরাস (Virus) শব্দটির পূর্ণরূপ হলো Vital Information Resources Under Seize অর্থাৎ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। গবেষক ফ্রেডরিক কোহেন এই ভাইরাসের নামকরণ করেন। এটি একটি Software বা প্রোগ্রাম যা দ্বারা কম্পিউটারের অপারেটিং সিস্টেম ক্ষতিসাধন করে থাকে।

বাংলাদেশে বর্তমানে সর্বাধুনিক 4th Generation মোবাইল প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

ইন্টারনেট এর মাধ্যমে চিঠিপত্র আদান-প্রদানের প্রযুক্তিকে ই-মেইল বলে।

বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ শুক্রবার (১১ মে) দিবাগত রাত ২:১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো।

বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতিতে বিভিন্ন সভা ও যোগাযোগের জন্য ইন্টারনেটের জুম অ্যাপস ব্যবহৃত হচ্ছে।

মোবাইল ফোনে ব্যবহৃত দুইটি অপারেটিং সিস্টেমঃ 

জিএসএম (GSM) এবং সিডিএমএ (CDMA).

উল্লেখ্য, GSM এর পূর্ণরূপ Global System for Mobile Communication. 

CDMA এর পূর্ণরূপ Code Division Multiple Access.

www.sbc.gov.bd হলো সাধারণ বীমা কর্পোরেশনের ওয়েবসাইট ।

১৮ সেপ্টেম্বর ২০১৮ তে বাংলাদেশের সংসদে কণ্ঠভোটে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পাস হয়। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য উপাত্ত দেশের সংহতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ বা জন শৃঙ্খলা ক্ষুণ্ণ করলে বা জাতিগত বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করলে তাকে এই আইনের আওতায় আনা হয় ৷

কোনো ডকুমেন্টকে সেভ করতে চাইলে Ctrl + s বাটন চেপে সেভ করা যায়।কোনো ডকুমেন্টকে অন্য নামে সেভ করতে চাইলে Save As অপশন ব্যবহার করতে হয়। উল্লেখ্য, কোন ডকুমেন্টের নাম পরিবর্তন করতে চাইলে F2 বাটন চাপতে হয়।

ইন্টারনেট ওয়েবসাইট ফেইসবুক হলো অন্যদের সাথে যোগাযোগের একটি সামাজিক মাধ্যম ।

ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বা ই-বাণিজ্য একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোন ইলেকট্রনিক সিস্টেম এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয় করা হয়ে থাকে।

Created: 3 months ago | Updated: 17 hours ago

Chrome হলো Google এর তৈরি একটি ওয়েব ব্রাউজার। এটি ২০০৮ সালে প্রথম মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য প্রকাশিত হয়। এরপর ক্রমন্বয়ে এটি লিনেন্সের বিভিন্ন ডিস্ট্রোসহ অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হয় ।

Hypertext Transfer Protocol Secure (HTTPS) হলো HTTP এর সুরক্ষিত Version. আপনার Browser এবং যে Website টি আপনি সংযুক্ত আছেন তার মধ্যে কোন তথ্য পাঠানো হয় সেই প্রোটোকল ।

HTTPS এর শেষে 'S' এর মানে হলো Secure বা নিরাপদ ।

ওরাকল সাধারণত ডাটাবেজ প্রোগ্রাম। ওরাকল ডেটাবেজের মধ্যে ডেটা সংরক্ষণ করার জন্য একটি টেবিল তৈরি করে নিতে হয়। আর এই টেবিলের মধ্যে কোন ধরনের ডাটা থাকবে তা নির্ধারণ করে দেওয়া হয়। উল্লেখ্য, ওরাকল ডেটাবেজ সাধারণত Oracle RDBMS বা Oracle নামে পরিচিত। এটি অবজেক্ট রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যা Oracle বাজারজাত করে। ১৯৭৭ সালের ১৬ জুন Software Development Laboratories (SDL) Oracle Software উন্নয়ন করেন। Oracle এর প্রতিষ্ঠাতা হলেন Larry Ellison, Bob Miner এবং Ed Oates.

Created: 3 months ago | Updated: 1 day ago

ই-মেইল একাউন্টে প্রায়ই কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরনের ই-মেইলকে সাধারণত Spam মেইল বলে। এই Spam মেইলগুলো Security এবং Privacy এর ক্ষেত্রে কোন হুমকি নয়। ভুয়া এবং অযাচিত মেইল এখানে জমা হয়।

ইন্টারনেট থেকে কম্পিউটারে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে Downloading বলে।

কোনো ওয়েবসাইটের প্রধান ওয়েবপেজকে হোমপেজ বলে।

ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি ডিভাইসের ইউনিক নাম্বার বা এড্রেসের নাম আইপি এড্রেস (IP Address).

সংক্ষেপে করা শব্দে পূর্ণরূপ লিখুন।
23.

WWW

Created: 3 months ago | Updated: 1 day ago

www এর পূর্ণরূপ World Wide Web.

সংক্ষেপে করা শব্দে পূর্ণরূপ লিখুন।
24.

RAM

Created: 3 months ago | Updated: 1 day ago

RAM এর পূর্ণরূপ Random Access Memory.

সংক্ষেপে করা শব্দে পূর্ণরূপ লিখুন।
25.

LAM

Created: 3 months ago | Updated: 1 day ago

LAM এর পূর্ণরূপ Local Area Communication Technologies Multicomputer.

সংক্ষেপে করা শব্দে পূর্ণরূপ লিখুন।
26.

ICT

Created: 3 months ago | Updated: 14 hours ago

ICT এর পূর্ণরূপ Information and Communications Technology.

সংক্ষেপে করা শব্দে পূর্ণরূপ লিখুন।
27.

PDF

Created: 3 months ago | Updated: 1 day ago

PDF এর পূর্ণরূপ Portable Document Format.