দৃষ্টান্তসহ দ্বিরুক্ত শব্দের সংজ্ঞার্থ লিখুন। প্রত্যেক প্রকার দ্বিরক্ত শব্দের দৃষ্টান্তসহ পরিচয় দিন।
অব্যয় পদ কাকে বলে? উদাহরণ উদাহরণ বিভিন্ন প্রকার অব্যয়ের পরিচয় লিপিবদ্ধ করুন।
যে সমস্ত শিক্ষার্থী লেখাপড়ায় অমনযোগী সে সমস্ত শিক্ষার্থীরাই পরীক্ষারায় অকৃতকার্য হয় বেশি।
আপনি স্বপরিবার ও সবান্ধবে আমন্ত্রিত।
তার পরশ্রকারতা দেখে আমি মুদ্ধ।
আজ রাতে বজ্রপতনের সম্ভবানা আছে।
তোমার মত ব্যক্তির পক্সে সদাসর্বদা কৃপণাতা করা লজ্জাস্কর।
জৈষ্ঠ্য মাসে তার সর্বজেষ্ঠ্য ছেলের বিয়ে হয়।
জৈষ্ঠ্য মাসে তার জ্যেষ্ঠ ছেলের বিয়ে হয়
হরিষে বিষাদ
হরিষে বিষাদ মানে আনন্দে দুঃখ বা আনন্দে;বেদনা
সুলুক সন্ধান
মন না মতি
সোনার কাঠি রূপোর কাঠি
ঘুঁটে পোড়ে গোবর হাসে
বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া
যে ভিক্ষা চায়, তাকেদান কর। ( সরল)
ভালো বাসার দানে কোনো অপমান নেই ( অস্তিবাচক)
যেহেতু গাড়ি আসে নাই, সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি। ( যৌগিক)
আজ চাঁদ উঠেছে। (নেতিবাচক)
বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে অল-আউট করা (জটিল)
জীবানানন্দ দাশ বাংলাদেশে জন্মেছেন (প্রশ্নবোধক)
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট- মুক্তি সেখানে অসম্ভব ।
কালচার সমাজতান্ত্রিক নয়, ব্যক্তিতান্ত্রিক।
রোসাঙ্গ –রাজসভা কোথায় অবস্থিত ছিল? বাংলা াসহিত্যের ইতিহাসে এই রাজসভা কেন প্রাসঙ্গিক ?
কারণ মধ্যযুগে বাংলা সাহিত্যের অনেক বিখ্যাত কবি সরাসরি রোসাঙ্গ রাজদরবারে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত হয়ে কাব্য সাধনা করেছেন। মহাকবি আলাওল, শাহ মুহম্মদ সগীর, দৌলত উজির বাহরাম খান, কোরেশী মাগন ঠাকুন সহ অনেকের পিছনে অবদান আছে এই রোসাঙ্গ রাজসভার।
অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন সম্পর্কে আলোচনা করুন।
‘বুড়ো সালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটির জমিদার চরিত্রের পরিচয় দিন।
পোস্টমাস্টার’ গল্পে রবীন্দ্রনাথের জীবনদর্শনটি কী?
কাজী নজরুল ইসলামের ‘রাজবন্ধীর জবানবন্দী’র মূল বক্তব্য কী?
‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রূপকার্থ ব্যাখ্যা করুন।
মোতাহের হোসেন চৌধুরী সংস্কৃতি – ভাবনার পরিচয় দিন
‘পায়ের আওয়াজ যায়’ কেন সফল?
‘জাল স্বপ্ন স্বপ্নেরে জাল’ গল্পের মূল বক্তব্য উপস্থাপন করুন।