সমাজসেবা অধিদপ্তর || অফিস সহায়ক (স্থায়ী রাজস্ব) (18-12-2020) || 2020

All

‘উইজার্ড অব দি ড্রিবল' খ্যাত দিয়োগো ম্যারাডোনা ২৫ নভেম্বর, ২০২০ সালে (তিগ্রে, বুয়েনস্ আয়ার্স) মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, ম্যারাডোনার অন্যান্য পুরস্কার ও বিশ্ব খেতাবঃ ১৯৮৬ সালের বিশ্বকাপে ‘গোল্ডেন বল' লাভ করে; ১৯৯০ সালের বিশ্বকাপে ‘ব্রোঞ্জ বল' লাভ করে; ২০০০ সালে ফিফা শতাব্দীর সেরা খেলোয়াড় খেতাব লাভ; প্রচলিত উপাধিঃ  ‘ফুটবলের ঈশ্বর', ‘ফুটবলের রাজপুত্র'; ইতালির ক্লাব ‘নেপোলি’র' সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পুরস্কার অর্জন করেন।

নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন
2.

বাংলাদেশের প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?

Created: 6 months ago | Updated: 2 weeks ago

১৫ আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস পালিত হয়।

নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন
3.

বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?

Created: 6 months ago | Updated: 12 hours ago

বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান। দেশটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে (৬ ডিসেম্বর ভুটান এবং ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কিন্তু ভুটান ভারতের ২ ঘণ্টা আগে স্বীকৃতি দেয়।)

Created: 6 months ago | Updated: 1 week ago

করোনা ভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহরে ৩১ ডিসেম্বরে, ২০১৯ সালে সনাক্ত হয়। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রথম সন্ধান পাওয়া যায় থাইল্যান্ডে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ, ২০২০ করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয় ৮ মার্চ, ২০২০ এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ, ২০২০ সালে। করোনা ভাইরাস বলতে ভাইরাসের একটি শ্রেণিকে বোঝায় যেগুলি স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদেরকে আক্রান্ত করে ৷

Created: 6 months ago | Updated: 12 hours ago

স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ১১টি (বিভক্ত করেন কর্নেল এম এ জি ওসমানী) সেক্টরে বিভক্ত করা হয়েছিল ১১ জুলাই ১৯৭১ সালে । উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়। ১০নং সেক্টর সরাসরি প্রধান সেনাপতির অধীনে ছিল। সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য ৩টি (জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স) নিয়মিত ব্রিগেড গঠন করা হয়।