বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।
Bankrupt= দেউলিয়া
Dead lock= অচল অবস্থা
Embargo= নিষেধাজ্ঞা
Inauguration = উদ্ভোধন
কায়কোবাদের আসল নাম কাজেম আল কোরায়শী। মহাকাব্যের নাম মহাশ্বশান।
বাংলাভাষায় 'কালনেমির লঙ্কাভাগ' একটি বহুল প্রচলিত বাগধারা। এর অর্থ, কর্ম না করেই ফলের ব্যাপারে অলীক কল্পনায় ডুবে থাকা। অনেকটা 'গাছে কাঁঠাল গোঁফে তেল'- এর মতো। বাগধারাটির উৎস বিখ্যাত মহাকাব্য রামায়ণ।
‘সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা’= প্রত্যুদগমন
বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা, তথা বাঙ্গালা নামেও পরিচিত) একটি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা।
তাল গাছের শেষ তিন হাত=(দুরুহ কাজের শেষাংশ) |
‘মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন’ = করণ কারকে ৩য় বিভক্তি
মহৈশ্বর্য = মহা+ ঐশ্বর্য
মুক্তিযুদ্ধ' (মুক্তির জন্য যুদ্ধ) হলো চতুর্থী তৎপুরুষ সমাস।
ভাওয়াল গড়ের উপাখ্যান উপন্যাসের রচয়িতা - আবু জাফর শামসুদ্দীন।
'আইলা' ও 'কিরিচ মালয় ভাষার শব্দ
ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হলো - নতুন শব্দ গঠন করা। যেমন পৃথিবী শব্দের সাথে 'অ' প্রত্যয় যুক্ত হয় পার্থিব শব্দটি গঠিত হয়েছে। শব্দের সাথে যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠন হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে।
নিকেত, নিকেতন /বিশেষ্য পদ/ আলয়, গৃহ, বাড়ি।
ব্লু ইকোনমি মানে অর্থনীতির বৃদ্ধির জন্য সমুদ্রের সম্পদ আহরণ। বাংলাদেশ 2012 সালে মিয়ানমারের সাথে এবং 2014 সালে ভারতের সাথে সালিসী পদ্ধতির মাধ্যমে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করেছে। অনুমান করা হয় যে বাংলাদেশ বঙ্গোপসাগরের 118,813 বর্গকিলোমিটার অধিগ্রহণ করেছে। আমাদের সমুদ্রের বাস্তুতন্ত্র সংরক্ষণ করতে হবে যা অভূতপূর্ব হারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য একটি সমস্যা নয়।
We ___ friends since we were children.
We Have been friends since we were children.
He slept ___ eight o'clock.
At
The Ship is bound ___ Srilanka,
The Ship is bound for Srilanka
English is ___ in many countries.
English is Spoken in many countries.
get down
I like to get down to work by 9.
by Keep up
Technology changes so fast, it's hard to keep up with it.
Lay down
She laid the book down on the table.
Irony of fate
If you want an instance of the irony of fate, get acquainted with this.
Could you tell me where is he?
Could you tell me where he is?
I do not know who is he?
I do not know who he is.
Health crisis instead of antibiotic a burning issue.
Health crises instead of antibiotics are a burning issue.
My childhood written by ___
A.P.J Abul Kamal
Who is the modern philosopher who was awarded Noble Prize?
Bertrand Arthur William Russell Bertrand Russell. Bertrand Arthur William Russell, 3rd Earl Russell, OM FRS (18 May 1872 – 2 February 1970) was a British philosopher, logician, mathematician, historian, writer, essayist, social critic, political activist, and Nobel laureate.
Who has broken the glass?
Active sentence - এ who subject হিসেবে থাকলে Passive sentence - এ 'by whom' দিয়ে বাক্য শুরু হয় এবং পরবর্তীতে auxiliary verb + subject (active - এর object ) + মূল verb এর past participle form + extension ব্যবহৃত হয়।
By whom has the glass been broken?
Would you help me please?
would I be helped (by you), please?
Although Bangladesh is the mother country of rivers, the lack of clean water in this country is acute. The water crisis has also become acute in the cities. The main reasons for this are river filling, dumping of industrial waste and other waste materials into the river, water pollution and lack of proper management.
দেয়ালের পুরুত্ব = ১৫ সেঃমিঃ = ০.১৫ মিঃ
চিত্রানুসারে, দৈর্ঘ্যের দিকে ২টি দেয়ালের ঘনফল = ৩.৮৭ ঘনমিটার
এবং প্রস্থের দিকে ২টি দেয়ালের ঘনফল = ৩.১৫ ঘন মিটার
∴ দেয়ালগুলোর মোট ঘনফল = ৩.৮৭ + ৩.১৫ = ৭.০২ ঘন মিটার
ধরি, ছাত্র সংখ্যা x জন ।
৪ জন করে বসলে বেঞ্চের সংখ্যা = (x/৪ + ৩) টি
৩ জন করে বসলে বেঞ্চের সংখ্যা = (x/৩ - ৬/৩) টি
প্রশ্নমতে,
x/৪ + ৩ = x/৩ - ৬/৩
বা, x/৪ + ৩ = x/৩ - ২
বা, x/৩ - x/৪ = ৩ + ২
বা, ৪x - ৩x /১২ = ৫
∴ x = ৬০
ধরা যাক, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য \( a \) এবং ভূমির দৈর্ঘ্য \( b = 60 \) সেমি।
ত্রিভুজের ক্ষেত্রফল \( A = 1200 \) বর্গ সেমি।
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী:
\[
A = \frac{1}{2} \times b \times h
\]
এখানে, \( h \) হলো ত্রিভুজের উচ্চতা, যা ভূমির উপর অংকিত লম্ব।
ক্ষেত্রফল \( A = 1200 \) এবং \( b = 60 \) সেমি বসিয়ে পাই:
\[
1200 = \frac{1}{2} \times 60 \times h
\]
এখন সমীকরণটি থেকে \( h \) নির্ণয় করি:
\[
1200 = 30 \times h
\]
\[
h = \frac{1200}{30} = 40 \text{ সেমি}
\]
এখন, \( h = 40 \) সেমি। উচ্চতার সাহায্যে আমরা সমান বাহুর দৈর্ঘ্য \( a \) নির্ণয় করতে পারি। যেহেতু এটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই উচ্চতা ভূমিকে দুই সমান অংশে ভাগ করবে। সুতরাং, এক ভাগ হবে \( \frac{b}{2} = \frac{60}{2} = 30 \) সেমি।
এখন, \( a \), \( h \), এবং \( \frac{b}{2} \) নিয়ে একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে, যেখানে \( a \) হলো অতিভুজ। পিথাগোরাসের সূত্র অনুযায়ী:
\[
a^2 = h^2 + \left(\frac{b}{2}\right)^2
\]
\[
a^2 = 40^2 + 30^2
\]
\[
a^2 = 1600 + 900
\]
\[
a^2 = 2500
\]
\[
a = \sqrt{2500} = 50 \text{ সেমি}
\]
অতএব, সমান সমান বাহুর দৈর্ঘ্য \( a = 50 \) সেমি।
আমরা জানি, I = Prn ⇒n = I/Pr
⇒n = ৪৮০০/১০০০০×১২/১০০
⇒n = ৪৮০০×১০০/১০০০০×১২
∴ n = ৪ বছর
প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন।
বাংলাদেশের জাতীয় চার নেতার নাম হলো সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এইচ এমকামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলী
বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সালে ।
যুদ্ধের সময় ১০ নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর।
১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানের যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়।
তাজহাট জমিদারবাড়ি, রংপুর
জাতীয় সংসদে আসন সংখ্যা ৩৫০।
সাংগ্রাই বাংলাদেশী মারমা এবং রাখাইন জাতিগোষ্ঠীর নববর্ষ উৎসবের নাম, যা প্রতিবছর এপ্রিলের ১৩ থেকে ১৫ তারিখে পালিত হয়। যদিও এটি মারমাদের অন্যতম প্রধান একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, তবে রাখাইনরাও নিজস্ব নিয়মে সাংগ্রাইয়ের মাধ্যমে বর্ষবরণ করে নেয়। মারমাদের ক্ষেত্রে তাদের বর্মী বর্ষপঞ্জি অনুসরারেই এটি পালিত হয়।
সুরমা ও কুশিয়ারার উৎপত্তি হয়েছে বরাক নদী থেকে।
একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা স্বাধীন কোন প্রতিষ্ঠান আর্থিক কর্তৃপক্ষ হিসেবে মুদ্রানীতি প্রণয়ন করে। যেমন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতের আর্থিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করে থাকে। দেশের সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে থাকে।
ইউক্রেন বিশ্বের শীর্ষস্থানীয় গম উৎপাদনকারী দেশ। তাই ইউক্রেনকে 'ইউরোপের রুটির ঝুড়ি' বলা হয়। ইউক্রেনের সাংস্কৃতিক ভূখণ্ড বলা হয় লুভিউ সিটিকে। সেখানে বিশ্বের প্রথম গ্যাস ল্যাম্প তৈরি করা হয় ১৮৫৩ সালে।
তাশখন্দ চুক্তি হচ্ছে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পাকিস্তান ও ভারত এর মধ্যে সম্পাদিত একটি চুক্তি,যা ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সমাধান করে।
NATO এর পূর্ণরূপ হলো: North Atlantic Treaty Organization (NATO)
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে NATO প্রতিষ্ঠিত হয়েছিল,এবং এটি ইউরোপ এবং উত্তর আমেরিকার ৩০টি দেশের একটি রাজনৈতিক ও সামরিক জোট। সংগঠনটি সদস্য দেশগুলির স্বাধীনতা এবং সুরক্ষা রক্ষার জন্য গঠিত হয়েছিল। সংগঠনটির সদর দফতর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে অজয় বাঙ্গাকে মনোনীত করেছিলেন, তখন নির্বাচিত হওয়ার বিষয়টি ছিল কেবল সময়ের অপেক্ষা। সেই অপেক্ষাও ফুরিয়েছে। বিশ্বব্যাংকের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গতকাল বুধবার সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসেবে ভারতীয়-আমেরিকান অজয় বাঙ্গাকে নির্বাচিত করেছে।
আগামী ২ জুন থেকে তাঁর পাঁচ বছরের মেয়াদ শুরু হবে। তিনি ডেভিড ম্যালপাসের স্থলাভিষিক্ত হবেন।
SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে ।
১৭টি এসডিজি হলো: ১. দারিদ্র্য বিলোপ ; ২. ক্ষুধা মুক্তি ; ৩. সুস্বাস্থ্য ও কল্যাণ ; ৪. মানসম্মত শিক্ষা; ৫. লিঙ্গ সমতা ; ৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ; ৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি ; ৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০.অসমতার হ্রাস; ১১. টেকসই নগর ও জনপদ ; ১২. পরিমিত ভোগ ও উৎপাদন ; ১৩. জলবায়ু কার্যক্রম ; ১৪. জলজ জীবন ; ১৫. স্থলজ জীবন ; ১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ; ১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷
২০০৪ সালের ৩১ জুলাই, সংগঠনের প্রথম আনুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে, নেতৃবৃন্দ সংগঠনটির নাম পরিবর্তনের পক্ষে মত দেন এবং সংগঠনটির পরিবর্তিত নামটি দাঁড়ায় - BIMSTEC বা Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation.
জাতিসংঘের অফিসিয়াল ভাষা আরবি।
জাতিসংঘের বৈঠকে ব্যবহৃত ছয়টি ভাষাকে বলা হয় জাতিসংঘের অফিসিয়াল ভাষা। জাতিসংঘের সকল আনুষ্ঠানিক দলিল দস্তাবেজগুলোও এই ছয়টি ভাষায় লিখা হয়। ভাষাগুলোর নাম বর্ণানুক্রমিক ক্রমে দেয়া হলঃ
আরবি (আধুনিক স্ট্যান্ডার্ড আরবী),
ইংরেজি (অক্সফোর্ড বানানে ব্রিটিশ ইংরেজি),
ফরাসি ভাষা,
মান্দারিন (সরলীকৃত চীনা বর্নমালা),
রুশ ভাষা,
স্প্যানিশ।
উজবেকিস্তানের মুদ্রার নাম উজবেকিস্তানি সোম
জোট-নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট বা ন্যাম (ইংরেজি: Non-Aligned Movement (NAM)) হল একটি আন্তর্জাতিক সংগঠন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের।
WHO= World Health Organization
১৯৪ সদস্য বিশিষ্ট রাষ্ট্রের প্রতিনিধি সমন্বয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এজেন্সিটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসাবে কাজ করে।