দেয়ালের পুরুত্ব = ১৫ সেঃমিঃ = ০.১৫ মিঃ
চিত্রানুসারে, দৈর্ঘ্যের দিকে ২টি দেয়ালের ঘনফল = ৩.৮৭ ঘনমিটার
এবং প্রস্থের দিকে ২টি দেয়ালের ঘনফল = ৩.১৫ ঘন মিটার
∴ দেয়ালগুলোর মোট ঘনফল = ৩.৮৭ + ৩.১৫ = ৭.০২ ঘন মিটার
ধরি, ছাত্র সংখ্যা x জন ।
৪ জন করে বসলে বেঞ্চের সংখ্যা = (x/৪ + ৩) টি
৩ জন করে বসলে বেঞ্চের সংখ্যা = (x/৩ - ৬/৩) টি
প্রশ্নমতে,
x/৪ + ৩ = x/৩ - ৬/৩
বা, x/৪ + ৩ = x/৩ - ২
বা, x/৩ - x/৪ = ৩ + ২
বা, ৪x - ৩x /১২ = ৫
∴ x = ৬০
ধরা যাক, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য \( a \) এবং ভূমির দৈর্ঘ্য \( b = 60 \) সেমি।
ত্রিভুজের ক্ষেত্রফল \( A = 1200 \) বর্গ সেমি।
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী:
\[
A = \frac{1}{2} \times b \times h
\]
এখানে, \( h \) হলো ত্রিভুজের উচ্চতা, যা ভূমির উপর অংকিত লম্ব।
ক্ষেত্রফল \( A = 1200 \) এবং \( b = 60 \) সেমি বসিয়ে পাই:
\[
1200 = \frac{1}{2} \times 60 \times h
\]
এখন সমীকরণটি থেকে \( h \) নির্ণয় করি:
\[
1200 = 30 \times h
\]
\[
h = \frac{1200}{30} = 40 \text{ সেমি}
\]
এখন, \( h = 40 \) সেমি। উচ্চতার সাহায্যে আমরা সমান বাহুর দৈর্ঘ্য \( a \) নির্ণয় করতে পারি। যেহেতু এটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই উচ্চতা ভূমিকে দুই সমান অংশে ভাগ করবে। সুতরাং, এক ভাগ হবে \( \frac{b}{2} = \frac{60}{2} = 30 \) সেমি।
এখন, \( a \), \( h \), এবং \( \frac{b}{2} \) নিয়ে একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে, যেখানে \( a \) হলো অতিভুজ। পিথাগোরাসের সূত্র অনুযায়ী:
\[
a^2 = h^2 + \left(\frac{b}{2}\right)^2
\]
\[
a^2 = 40^2 + 30^2
\]
\[
a^2 = 1600 + 900
\]
\[
a^2 = 2500
\]
\[
a = \sqrt{2500} = 50 \text{ সেমি}
\]
অতএব, সমান সমান বাহুর দৈর্ঘ্য \( a = 50 \) সেমি।
আমরা জানি, I = Prn ⇒n = I/Pr
⇒n = ৪৮০০/১০০০০×১২/১০০
⇒n = ৪৮০০×১০০/১০০০০×১২
∴ n = ৪ বছর