স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সামাজিক ও অর্থনীতির খাতগুলোতে উন্নয়নের যে ছোঁয়া লেগেছে তার মূলে রয়েছে এদেশের মানুষের অক্লান্ত পরিশ্রম। কিন্তু এদেশের প্রায় ২৬ লক্ষ যুবক-যুবতী এখনো বেকারত্বের কষাঘাতে জর্জরিত। এই বেকারত্ব ঘোচাতে যুবক-যুবতীদের শুধু সরকারি-বেসরকারি চাকরীর উপর নির্ভর করলে চলবে না। চাকরী করার মন- মানসিকতার চেয়ে চাকরী দেয়ার মানসিকতা সৃষ্টি করতে পারলে তখন প্রত্যেক যুবক-যুবতী এক একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। আর এজন্য নিজেকে উদ্যোক্তাদের কাতারে প্রতিষ্ঠিত করতে হবে। নিজের এলাকায় ছোট একটি ব্যবসায়ের মাধ্যমেই নিজেই নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি আরো দশজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু এজন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় না। প্রয়োজন অল্প কিছু পুঁজির। আর এই পুঁজির সরবরাহ করবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ। ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ব্যাংক ঋণের প্রচলন বাড়াতে হবে, কারণ এই ঋণ সাধারণত কু- ঋণে পরিণত হয় না। তাছাড়া এই ঋণের যে সুফল তার Trickle down effect অনেক বেশি। ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ব্যাংক ঋণ দেয়ার ক্ষেত্রে নিম্নোক্ত নীতিগুলো অবলম্বন করা যেতে পারেঃ
ক. ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে তাদের ব্যবসায়ের জন্য ৫০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করতে হবে খুবই অল্প সুদে। এই সুদের হার ৫% হতে পারে।
খ. ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণে যে প্রধান সমস্যা দেখা দেয় তা হলো ঋণের স্বপক্ষে জমির দলিল বা Mortgage যা ক্ষুদ্র উদ্যোক্তাদের নাও থাকতে পারে। সেক্ষেত্রে বিনা জামানতে তাদের ঋণের ব্যবস্থা করতে হবে।
গ. রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণে অগ্রগণ্য ভূমিকা রাখতে পারে।
ঘ. বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে এই ঋণ বিতরণের পর সাথে সাথেই যেন কিস্তির জন্য ব্যাংক চাপ না দেয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। কারণ যেকোনো ব্যবসায় দাঁড় করতে কমপক্ষে ছয়মাস সময় লাগে। তাই কমপক্ষে ৬ মাস কিস্তি যাতে না দেয়া লাগে তার ব্যবস্থা করতে হবে।
খারাপ অভ্যাস গড়ে তোলা খুবই সহজ। কোনো একটা কাজ আমরা যত বেশি করি, কাজটি আমাদের ততোই ভালো লাগে। আবার যদি ঐ কাজটি না চালিয়ে যাই তবে আমরা অস্বস্তি বোধ করি। এটাকেই বলা হয় অভ্যাসের বল । প্রত্যেকেরই এই বলের বিরূদ্ধে লড়া উচিৎ।
Our earth is very beautiful. There are different types of trees and animals, fruits and flowers. We see the light of the sun in daytime and the moon and stars in night. Bangladesh is a beautiful country of this earth.
27.04.2018
The Manager
The Karmasangstan Bank Ltd.
Dhaka EPZ Branch,
Savar, Dhaka 1347
Subject: Request for providing internet banking facility in my account.
Dear Sir,
With due respect I want to state that I have a current bank account no. 0152…..352 with your bank. Since the account started, I did not get any internet banking facility which was launched in 2010 in your bank. Now, it is very necessary to tag my account with interest banking facility as it helps me knowing everything about my account without going any branch.
So, may I therefore pray and expect that you would very kind enough tagging my above mentioned account with internet banking facility and oblige me thereby.
Sincerely yours
Md. Niamot Ullah
Senior Officer - 3229
Dhaka EPZ Branch
Savar, Dhaka 1347
Let, the present of the father is x year and the present of the son is y year
According to question, x + y = 50 ………… (i)
⇒x=50-y
When, the age of the son will be equal to the present age of the father, son's age will be x years and father's age will be (x-y+x)=(2x-y) years.
According to question,
Son's present age is 12 years
Father's present age is = (50-12) = 38 years
Answer: Father's age is 38 years and Son's age is 12 years.
আমরা জানি, [এখানে P = আসল; r = সুদের হার; n = বছর]
যন্ত্রাংশে ৪০%, দালানে ২৫%, কাঁচামালে ১৫% এবং আসবাবপত্রে ৫% টাকা খরচ করার পর হাসানের হাতে আর থাকে
= ১০০% – (৪০ + ২৫ + ১৫ + ৫)% = ১৫%
প্রশ্নমতে, ১৫% এ অর্থের পরিমাণ = ১,৩০৫ টাকা
১০০% এ অর্থের পরিমাণ ১৩০৫ X ১০০ ১৫ = = ৮,৭০০ টাকা
৩০% লাভে, বিক্রয়মূল্য (১০০ + ৩০) বা ১৩০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ৬৫ টাকা হলে ক্রয়মূল্য টাকা = টাকা
১০% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১০) বা, ১১০ টাকা
ক্রয়মূল্য ৫০ টাকা হলে বিক্রয়মূল্য = টাকা