বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।
Bankrupt= দেউলিয়া
Dead lock= অচল অবস্থা
Embargo= নিষেধাজ্ঞা
Inauguration = উদ্ভোধন
কায়কোবাদের আসল নাম কাজেম আল কোরায়শী। মহাকাব্যের নাম মহাশ্বশান।
বাংলাভাষায় 'কালনেমির লঙ্কাভাগ' একটি বহুল প্রচলিত বাগধারা। এর অর্থ, কর্ম না করেই ফলের ব্যাপারে অলীক কল্পনায় ডুবে থাকা। অনেকটা 'গাছে কাঁঠাল গোঁফে তেল'- এর মতো। বাগধারাটির উৎস বিখ্যাত মহাকাব্য রামায়ণ।
‘সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা’= প্রত্যুদগমন
বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা, তথা বাঙ্গালা নামেও পরিচিত) একটি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা।
তাল গাছের শেষ তিন হাত=(দুরুহ কাজের শেষাংশ) |
‘মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন’ = করণ কারকে ৩য় বিভক্তি
মহৈশ্বর্য = মহা+ ঐশ্বর্য
মুক্তিযুদ্ধ' (মুক্তির জন্য যুদ্ধ) হলো চতুর্থী তৎপুরুষ সমাস।
ভাওয়াল গড়ের উপাখ্যান উপন্যাসের রচয়িতা - আবু জাফর শামসুদ্দীন।
'আইলা' ও 'কিরিচ মালয় ভাষার শব্দ
ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হলো - নতুন শব্দ গঠন করা। যেমন পৃথিবী শব্দের সাথে 'অ' প্রত্যয় যুক্ত হয় পার্থিব শব্দটি গঠিত হয়েছে। শব্দের সাথে যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠন হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে।
নিকেত, নিকেতন /বিশেষ্য পদ/ আলয়, গৃহ, বাড়ি।
ব্লু ইকোনমি মানে অর্থনীতির বৃদ্ধির জন্য সমুদ্রের সম্পদ আহরণ। বাংলাদেশ 2012 সালে মিয়ানমারের সাথে এবং 2014 সালে ভারতের সাথে সালিসী পদ্ধতির মাধ্যমে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করেছে। অনুমান করা হয় যে বাংলাদেশ বঙ্গোপসাগরের 118,813 বর্গকিলোমিটার অধিগ্রহণ করেছে। আমাদের সমুদ্রের বাস্তুতন্ত্র সংরক্ষণ করতে হবে যা অভূতপূর্ব হারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য একটি সমস্যা নয়।