P2O5 + H2O → X; বিক্রিয়াটিতে X এর ক্ষেত্রে প্রযোজ্য-
i. ক্ষারকত্ব 3
ii. ক্ষারকত্ব 2
iii. পলিপ্রোটিক এসিড
নিচের কোনটি সঠিক?
কোনটি সঠিক?
i. Na প্যারাম্যাগনেটিক
ii. Ca মৃৎক্ষার ধাতু
iii. অক্সিজেনের আয়নিকরণ শক্তি নাইট্রোজেনের চেয়ে কম
Cl2অণুর মধ্যে বন্ধন হবে-
ধাতুর গলনাংক বৃদ্ধি পায়, যখন-
i. ধাতব কেলাসে মুক্ত ইলেকট্রন বেশি থাকে
ii. আয়নিকরণ বিভব হ্রাস পায়
iii. পরমাণুর আকার ক্ষুদ্র হয়
X(g) → X(g)+ +e; বিক্রিয়াটি সংঘটনে নিচের কোনটি প্রয়োজন?
M+∆H → M++e- ; এখানে ∆H কোনটি?
নিচের মৌলগুলোর ১ম আয়নিকরণ বিভবের সঠিক ক্রম কোনটি?Be > B >N>O
কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মৌলের-
i. অধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়
ii. ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়
iii. আয়নিকরণ শক্তি হ্রাস পায়
A, B এবং C এ তিনটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা যথাক্রমে 2.1, 3.5 এবং 4.0 হলে, তখন-
i. A2B একটি পোলার সমযোজী যৌগ
ii. AC ট্রাইমার গঠন করে
iii. BC2 এর আকৃতি সরল রৈখিক
পর্যায় সারণির কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মৌলের-
i. ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়
ইলেকট্রন আসক্তি যে সকল নিয়ামক দ্বারা প্রভাবিত হয়-
i. পারমাণবিক ভর
ii. পরমাণুর আকার
iii. কার্যকর নিউক্লিয়ার আধান
ইলেকট্রন আসক্তি নির্ভর করে-
i. পরমাণুর আকারের উপর
ii. ইলেকট্রন বিন্যাসের উপর
iii. অর্ধপূর্ণ বা পূর্ণ অর্বিটালের উপর
হ্যালোজেনসমূহের ইলেকট্রন আসক্তির ক্রম-
i. Cl>Br>I
ii. F>CI > Br
iii. Cl > F > Br
SO3 কোন ধরনের অক্সাইড?