Al2O3 এর অম্লত্ব কত?
নিচের কোন যৌগে (π) বন্ধন আছে?
সংকরিত অরবিটালসমূহ-
i. সর্বদাই -বন্ধন গঠন করে
ii. এদের প্রত্যেকের শক্তি সমান হবে
iii. সর্বদাই বন্ধন গঠন করে
নিচের কোনটি সঠিক?
C2H2অণুতে সিগমা ও পাই বন্ধনের অনুপাত কত?
সঞ্চারণশীল ইলেকট্রন আছে-
i. প্রোপিন
ii. গ্রাফাইট
iii. বেনজিন
π বন্ধন গঠিত হয়-
i.. দুটি p অরবিটালের মধ্যে
ii. একটি p ও একটি অরবিটালের মধ্যে
iii. দুটি সংকরণ অরবিটালের মধ্যে
এ বন্ধন গঠিত হয়-
1. p-s অরবিটালের অধিক্রমে
ii. p-p অরবিটালের অধিক্রমে
iii. অসংকরিত অরবিটালের অধিক্রমে
বেরিয়াম কার্বাইড + HCI A + B(g); এখানে B এর ক্ষেত্রে প্রযোজ্য, এতে বিদ্যমান-
i. sp সংকরণ
ii. হাইড্রোজেন বন্ধন
iii. s ব্লক মৌল
C2H2 যৌগে কার্বন পরমাণুদ্বয়ে কোন ধরনের সংকরণ ঘটে?
C2H4 অণুতে C-H বন্ধনগুলো নিচের কোন অরবিটালদ্বয়ের অধিক্রমণের ফলে গঠিত হয়?
SO2 এর কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা-
sp2 হাইব্রিডাইজেশনে কয়টি হাইব্রিড অরবিটাল তৈরি হয়?
C2H2 যৌগের কার্বন পরমাণুর সংকরণ কোন ধরনের?
BeCl2-তে Cl-Be-C1 এর বন্ধন কোণ হলো-
নিম্নের কোন সংকরায়ন হলে π বন্ধন গঠিত হয়?
কোন হাইব্রিডাইজেশন দ্বারা H2O অণু গঠিত হয়?
[Ni(CO)4] জটিল যৌগে কোন ধরনের সংকরণ ঘটে?
[Zn(NH3)4]2+ এ Zn এর সংকরণ কোনটি?
XeF2 যৌগে Xe এর কোন ধরনের সংকরিকরণ ঘটে?
PH4+ আয়নে P-এর সংকরায়ণ কী?