কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূর্ণ হচ্ছে-
i. H2O
ii. BCl3
iii. NCl3
নিচের কোনটি সঠিক?
পর্যায় সারণিতে-
i. চতুর্থ পর্যায়ে অবস্থান্তর মৌলের সংখ্যা আটটি
ii. s ব্লক মৌলের সংখ্যা 13টি
iii. Zn চৌম্বক ধর্ম প্রদর্শন করে না
A2+ + K4 [Fe(CN)6] → খয়েরী বর্ণের অধঃক্ষেপ A2+ এর ক্ষেত্রে প্রযোজ্য। এটি-
i. অবস্থান্তর মৌল
ii. জটিল আয়ন গঠন করে
iii. ডায়াচুম্বকীয়
(d1 - d9) মৌলসমূহ-
i. রঙিন যৌগ গঠন করে
ii. জটিল যৌগ গঠন করে
iii. প্রভাবকরূপে ক্রিয়া করে
ক্ষারধাতুর বৈশিষ্ট্য-
i. এদের দ্বিতীয় আয়নিকরণ শক্তি পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের ২য় আয়নিকরণ শক্তির চেয়ে বেশি
ii. এরা পানির সাথে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে
iii. এদের ইলেকট্রন আসক্তির মান হ্যালোজেনের চেয়ে কম
p ব্লকের জন্য প্রযোজ্য-
i. ডাইমারের সংখ্যা অধিক
ii. নিষ্ক্রিয় গ্যাস অন্তর্ভুক্ত নয়
iii. s-ব্লক মৌলের চেয়ে বিকারক হিসেবে কম শক্তিশালী
কোনো মৌলের বহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস 3d8 4s2 মৌলটি কোন ব্লকের অন্তর্গত?
Fe2+ ও Fe3+ আয়ন দুটির ক্ষেত্রে-
i. Fe2+ কম সুস্থিত
ii. Fe3+ অধিক সুস্থিত
iii. উভয় আয়ন রঙিন
M2+ = (n-1)d6, (n = 4), M মৌলের বৈশিষ্ট্য হলো-
i. প্রভাবক হিসেবে কাজ করে
ii. দুটি হ্যালাইড যৌগ গঠন করে
iii. ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে
নিচের কোনটিতে অক্সিজেনের জারণ সংখ্যা - 12