পৃথিবী ও মঙ্গল গ্রহের অভিকর্ষীয় ত্বরণের অনুপাত 2062 : 1 । পৃথিবীতে একটি লোকের ওজন 100 পাউন্ড হলে মঙ্গল গ্রহে তার ওজন কত হবে ?
একটি বায়ুর বুদবুদের আয়তন একটি হ্রদের তলদেশ হতে তার পৃষ্ঠে ওঠার পর বৃদ্ধি পেয়ে 10 গুন হয় । হ্রদের পৃষ্ঠে বায়ুমন্ডলের চাপ 0.76 m (of Hg) হলে হ্রদের গভীরতা কত ?
1 kg ভরের একটি বস্তু 3 মিটার উঁচু হতে পড়ে তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত হবে ?
নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয় ?
শূন্যস্থানে আলোর বেগ 3×108 ms-1 হলে কেরোসিনে আলোর বেগ কত ? [কেরোসিনের প্রতিসরাংস = 1.44]
অবতল দর্পনের প্রতিবিম্ব অসীমে গঠিত হবে, যদি-
বার্ধক্য দৃষ্টি ও বিষম দৃষ্টি দূরীকরণের জন্য ব্যবহৃত হয়, যথাক্রমে-
কোনটি ভুল ?
1 Kg ভরের বস্তুকে 90.8 m/s বেগে উপরে ছোড়া হলে কতক্ষণ পর উহা ভূমিতে ফিরে আসবে ?
4000 kg ভরের একটি ট্রাক 50 km/h বেগে চলার সময় উপর থেকে হঠাৎ 1000 kg ভরের একটি বস্তু ট্রাকের উপর ফেলা হলো । এখন ট্রাকের গতি কত হবে ?
প্রতি মিনিটে 600 kg পানি 75 m উচ্চতায় উত্তোলন করতে কত অশ্ব শক্তির প্রয়োজন ?
1
7.5
10
কোনোটিই নয়
একটি সরল দোলক 2 সেকেন্ডে দোলন সম্পন্ন করে । দোলকটির দৈর্ঘ্য কত ?
কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় ?
80°C তাপমাত্রার গরম পানি 0°C তাপমাত্রার সমপরিমাণ বরফের সাথে মিশালে নতুন তাপমাত্রা কত হবে ?
100°C তাপমাত্রার 1 kg পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত এনট্রপির পরিবর্তন হয় ?
পানি সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 9/8. বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2. বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত ?
একটি হিটার 220 V লাইন হতে 3amp প্রবাহ গ্রহণ করে । হিটারটি 1hr ব্যবহার করা হলে কত kWh ব্যায় হবে ?
যে যন্ত্রের সাহায্যে কোন বর্তনীর তড়িৎ প্রবাহ মাপা হয় তাকে বলে-
বেতার তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি-
একটি অবতল দর্পনের ফোকাস দূরুত্ব 50 cm । দর্পন হতে কত দূরে বস্তু রাখলে সমান বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে ?