A ও B দুটি ফোটনের সাথে পরস্পর বিপরীত দিকে c গতিবগে চলছে। B ফোটনের সাথে A ফোটনের A ফোটনের আপেক্ষিক বেগ কত?
75% দক্ষতা সম্পন্ন একটি মোটরের ক্ষমতা 200W । এটি প্রতি সেকেন্ডে কত জুল কাজ করে?
ফারেন হাইট থার্মোমিটারে পরমশূন্য তাপমাত্রা কত?
5Ω রোধের একটি রোধকের মধ্য দিয়ে প্রতি মিনিটে 720C চার্জ প্রবাহিত হলে রোধকটির বিভব পার্থক্য কত?
7২% দক্ষতা সম্পন্ন একটি মোটরের ক্ষমতা 200W । এটি প্রতি সেকেন্ডে কত জুল কাজ করে?
ভূপৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে কোন বস্তুর 10 sec সময় লাগলে,উক্ত সর্বাধিক উচ্চতা থেকে নিচে পড়তে কত সময় লাগবে?
এক ঘনটার একটি টিভি সেট বা মিনিটের একটি ইস্ত্রি, কোনটি বেশী শক্তি ব্যবহার করবে?
কোন যন্ত্রের সাহায্যে বিভব পতন পদ্ধতিতে বিভব পার্থক্য ও তড়িৎ চালক সক্তি পরিমাপ করা যায়?
কোন রঙের আলোর জন্য নির্দিষ্ট মাধযমের প্রতি সরাঙ্কের মান সব চেয়ে বেশী?
একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হল। 3 ইঞ্চি ভেদ করার পর উহার গতি অর্ধেক হয়ে যায়। গুলিটি কত দূর ভেদ করে থেমে যাবে?
বায়ুর সংস্পর্শে 20° C তাপমাত্রায় পানির তল্টান কত হবে?
কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় আকাশে পানির কণা জমে যায় এবং শিলা আকারে পৃথিবীতে নেমে আসে?
কোন স্থানে শব্দের তীব্রতা 10-4Wm-2 হলে, ডেসিবল (db) এককে ঐ স্থানে শব্দে তীব্রতা কত?
যে যন্ত্রের সাহায্য কোন বর্তনীর তড়িৎ প্রবাহ মাপা হয় তাকে কি বলে?
কোন হাইড্রোজেন পরমাণুতে ইলেক্ট্রন ও প্রোটন এর মধ্যকার মহাকর্ষ বলের মান হলো-
0.15 kg ভরের একটি পাথর খন্ডকে 0.75 m লম্বা একটি সুতার একপ্রান্তে বেধে পথে প্রতি মিনিটে 90 বার ঘুরলে সুতার উপর টান হবে-
যে থার্মোমিটার সাহায্যে 500° C এর অধিক তাপমাত্রা মাত্রা যায় তাকে বলে -
রুদ্ধতাপ প্রক্রিয়ার বস্তুর তাপীয় ধর্ম স্থির থাকে, একে বলা হয়-
স্বাভাবিক চাপে 100 m3 আয়তন একটি গ্যাস 5 × 103 J তাপ দিলে গ্যাসের আয়তন 100.2m3 হয়, তবে ঐ গ্যাস কৃত কাজ হবে -
শব্দের ব্যতিচারের শর্ত কোনটি ?