একটি কার্ণট ইঞ্জিন 800K ও 400K তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে, ঠিক সমদক্ষতায় কাজ করে T ও 900K তাপমাত্রায়।তাপমাত্রা T এর মান কত?
16kg এর একটি বোমা বিস্ফোরিত হয়ে 4kg এবং12kg এর দুটি খন্ডে বিভক্ত হল । 12kg ভরের বেগ 4 ms⁻¹ হলে অন্য টুকরাটির গতিশক্তি কত?
6.63×10⁻⁷ তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি কত হবে? (h=6.63× 10⁻³⁴ Js)
একটি বৈদ্যুতিক দ্বিপোল কে অসম বৈদ্যুতিক ক্ষেত্রে 30° কোণে রাখা হলে দ্বিপোলটিতে সংঘঠিত হবে-
পানি ও গ্লিসারিনের প্রতিসরাংক যথাক্রমে 1.33 & 1.47 এদের মধ্যকার সংকট কোণ কত
একটি একক চিরের দরুন ফ্রনহফার অপবর্তন পরীক্ষায় 560 nm তরঙ্গ দৈর্ঘের আলো ব্যবহার করা হল। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ নির্ণয় কর (চিরের বেধ = 0.2 mm)।
স্থির অবস্থায় একটি বস্তুকণার ভর 10⁻²⁴ kg । কণাটি 1.8×10⁸ m/s বেগে গতিশীল থাকলে ঐ অবস্থায় এর ভর কত হবে?
20Ω রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের একটি সান্ট যুক্ত করলে মোট তড়িৎ প্রবাহ 1% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যবে?
16Kg একটি বোমা বিস্ফোরিত হয়ে 4Kg ও 12Kg এর দুটি খন্ড হল। 12Kg টুকরার বেগ 4ms⁻¹ হলে অন্য টুকরার গতিশক্তি কত?
পৃথিবীর সাপ�
10⁻³ Tesla চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থিত একটি সোজা তার দিয়ে 5A তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারটির একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল নির্ণয় কর?
একটি বস্তুকে অবতল দর্পণ থেকে 18cm দূরে স্থাপন করা হল। ফোকাস দূরত্ব কত হলে পাঁচ গুন বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে?
‘মূখ্য তরঙ্গের তরঙ্গামুখের উপর প্রত্যেক বিন্দু গৌণ তরঙ্গের ঊৎস’-এটি কার নীতি হিসাবে পরিচিত?
কোন তেজস্ক্রিয় নিউক্লিয়াসের অর্ধায়ু ও গড় আয়ুর অনুপাত কত?
একটি গাড়ি 10 m/s আদিবেগ নিয়ে সমত্বরণে একটি সোজা রাস্তা বরাবর চলছে। 100m দূরত্ব অতিক্রম করার পর গাড়িটি 20 m/s বেগ প্রাপ্ত হলো। গাড়িটির ত্বরণ কত?
কৃষ্ণ বস্তুর তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করলে বিকিরিন হার কতগুন বৃদ্ধি পাবে?
এন্ট্রপি কোন ভৌত ধর্মের পরিমান প্রদান করে?
একটি পাত্রে 27⁰C তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে। হিলিয়ামের অণুর গড় গতি শক্তি কত? (k = 1.38 × 10⁻²³)
12W চিহ্নিত একটি বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে 50s এ মোট 100c চার্জ প্রবাহিত হয়। এই সময়ে বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত?
একটি তামার রোধ R হলে এর দ্বিগুণ দৈর্ঘ্য ও দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার রোধ কত?