একটি ভিসারী ও একটি অপসারী লেন্সের ক্ষমতা 3.5D, 2.5D সংযুক্ত লেন্সের তুল্য ফোকাস দূরত্ব কত?
পানি ও গ্রিসারিনের প্রতিসরাঙ্ক 1.33 ও 1.47 এদের মাঝে সংকট কোণ কত?
পৃথিবীর আর্কসণ ছাড়িয়ে যেতে বস্তর কত গতির প্রয়োজন?
5 Cal তাপ পুরোপুরি কাজে পরিণত করতে জুল কাজ সম্পন্ন হবে?
256 ফুট গভীর কোন কুয়ায় 50 গ্রাম ভারে 1টি পাথর মুক্তভাবে ছেড়ে দেওয়া হর। বাতাসের শব্দের বেগ 1024 ফুট /সেকেন্ড হলে, পাতর ছেরে দেবার কত সময় পর পাথর মাটিতে পড়ার শব্দ শোনা যাবে?
চোখের কর্ণিয়ার ভিতর যে আই লেন্স আছেতার আকার কি রকম
একটি নিয়ন বাতিতে কোন গ্যাস মিশ্রিত?
কতমানের বল 20kg ভরের একটি বস্তর উপর 4 সেকেন্ড কাজ করলে বেগে পরিবর্তন 40ms-1 হবে?
2 কৃষ্ণবস্তু 400K তাপমাত্রায় কত শক্তি বিকিরণ করবে?
একটি তড়িৎ কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 2 Ω হলে, ইহার প্রান্তদ্বয় 100Ω রোধের সাথে যুক্ত তাকলে ঐ রোধের বিভব পার্থক্য কত?
পৃথিবীর চৌম্বক অক্ষ ও ভৌগলিক অক্ষের মধ্যে কোণের মান কত?
1টি তেজষ্ক্রিয়তা অবমিষ্ট থাকবে?
দুটি ফোটন পরস্পরের বিপরীত দিকে চলছে। একটির সাপেক্ষে অপরটি আপেক্ষিক বেগ কত?
রুদ্ধ তাপীয় পরিবর্তনে আয়তন ও তাপমাত্রার সম্পর্ক-
একটি খালি জাহাজের পানির উপরিবাগের গড় প্রস্থচ্ছেদ 150m2, যদি প্রতিজন মালসহ 75 কেজি হারে 200 জন যাত্রী দেওয়া হয়, তবে জাহাজ কতটুকু ডুববে?
বর্তনীতে সংযুক্ত তিনটি রোধকের মান যথাক্রমে 6.5 ওহম এবং 1.3 ওহম। উহারা সিরিজ সংযোগের মাধ্যমে 18 ভোল্টের একটি ব্যাটারী সহিত যুক্ত থাকলে বর্তনীতে প্রবাহিত তড়িতের পরিমাপ কত?
কোন ট্রানজিস্টরের কমন বেস সার্কিটে 100μA এ ক্ষেত্রে উন্নীত করায় কালেক্টর কারেন্ট 80μAথেকে 98 μA এ- উন্নীত হলো। এক্ষেত্রে কারেন্ট এ্যমপ্লিফিকেশন অ্যাক্টর নির্ণয় কর।
15° C তাপমাত্রায় গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় প্রসারিত করে আয়তন দ্বিগুন করা হল। চূড়ান্ত তাপমাত্রা 54.7°C হলে, γ এর মান কত?
1mm2 প্রস্তচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 6% বৃদ্ধি করলে কত বর প্রয়োগ করতে হবে? [ ইস্পাতের Y=2×1011Nm-2]
একটি পুকুরে গভীরতা 6 মিটার, পানির প্রতিসরাঙ্ক 4/3 হলে পুকুরের তলা কত উপরে দেখা যাবে?