একটি ইটের দৈর্ঘ্য 0.24m, প্রস্থ 0.12 ও উচ্চতা 0.06m এবং ভর 2 kg ইটের দৈঘ্যকে আনুভ্মিক অবস্থান হতে উলম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে?
একটি ফ্যান 90W এবং একটি বাতি 43 W ব্যবহার করলে 450 W এর একটি IPS দ্বারা কতটি ফ্যান ও বাতি চালানো যানে?
তীর্যকভাবে নিক্ষিপ্ত কোন বুলেট সর্বাধিক 190m উচ্চতায় উঠে 2s পরে মাটিতে গড়ল ।সর্বাধিক উচ্চতায় বুলেটটির বেগের উলম্দ উপাংশের মান কত?
নিচের কোন দুটির মাত্রা সমীকরণ একই?
অলিম্পিক গেমসের চাকতি নিক্ষেপ ইভেন্টে বাংলাদেশের প্রতিযোগী রহিম চীকতিটিকে 20ms-1 বেগে এবং আনুভূমি সাথে 30° কোণে নিক্ষেপ করল । চাকতিটি আনুভূমিক দিকে কত দূরত্ব অতিক্রম করবে?
ছানাবাসের একজন ছাত্র কলেজের ঘণ্টাধবনি শুনে তাঁর ঘড়ি ঠিক করল এতে তার হড়ি 1sec ধীরে চলতে লাগলো । ঐ দিনের তাপমাত্রা 25° C হলে কলেজ হতে ছাত্রাবাসের দূরত্ব কত?
একটি রোধের গায়ে বাদামী, কালো, লাল ও সোনালী রং দেওয়া আছে। রোধের মান কত?
ঘণ্টায়. 40kmবেগে পূর্বদিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 403km বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখল ।ট্রীকটি কোন দিকে চলছে?
2mm ব্যাসার্ধের একটি বৃষ্টির ফোঁটা 250m উচ্চতা থেকে মাটির উপর পড়ছে । বৃষ্টির ফোঁটার উপর অভিকর্ষীয় বল কতটা কাজ করবে?
একটি রাস্তা 60m ব্যাসার্ধে বীক নিয়েছে। এ স্থানে রাস্তাটি 6m চওড়া এবং এর ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 0.6m উচু | সর্বোচ্চ কত বেগে এ স্থানে নিরাপদে বাক নেয়া সম্ভব ।
প্রতি সেকেন্ডে 200 চক্রের ডপলার পরিবর্তন উৎপন্ন করতে হলে 1050 Hz বম্পঙ্ক বিশিষ্ট শব্দ উৎসকে কোন স্থির দর্শকের দিকে কি বেগে আগমন করতে হবে?
0.02m ব্যাসার্ধ বিশিষ্ট 64 টি. গোলাকার ফোঁটাকে -একহিত করে একটি বড় ফোটায় পরিণত করা হল । যদি প্রতি ফোঁটায় 1C চার্জ. বিদ্যমান থাকে তবে বড় ফৌটার বিভব কত?
খাড়া অবস্থায় রাখা একটি মিটার দণ্ড কাত হয়ে পড়ে । দণ্ডটি কত কৌণিক বেগে ভূমিকে আঘাত করবে?
একটি রকেট প্রতি সেকেন্ডে 0.07kg জ্বালানি খরচ করে । রকেট থেকে নির্গত গ্যাসের বেগ 100km/s হলে রকেটের উপর কত বল ক্রিয়া করে? (এখানে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে)।
°
একটি বিদ্যুৎ পরিবাহী দুটি শাখায় বিভক্ত হয়েছে এবং এই দুই শাখায় রোধের অনুপাত 5 :7 শাখা দুটিতে উৎপন্ন তাপের অনুপাত কত?
পানির 3M গভীরতায় স্থাপিত একটি ক্ষুদ্র আলোর উৎস হতে আলোট পানির তল হতে চারদিকে ছড়িয়ে পড়েছে । আলোর প্রতিসরণে পানির উপরিতলে যে আলোকিত বৃত্তের সৃষ্টি হবে তার ব্যাসার্ধ কত? μ=5/4
পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করছে । পৃথিবীর পর্যায়কাল প্রায় 365 দিন এবং পৃথিবীর কেন্দ্র থেকে সূর্ষের দূরত্ব 1.5×1011m হলে সূর্যের ভর কত?
যে তাপমাত্রায় প্রমান চাপে বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে বলে -
একখণ্ড বরফের বাম্পে পরিণত করতে 320J তাপ প্রয়োজন।কত কাজ সম্পন্ন করে এ তাপ সরবরাহ করতে হবে?