কোন রশ্মি বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না?
দূরে বিদ্যুৎ পাঠানোর সময় ভোল্টেজ বৃদ্ধির কারণ কি?
মহাকর্ষ বলের তীব্রতা 1 ধরলে নিউক্লীয় দুর্বল বল ও নিউক্লীয় সবল বলের জন্য নিচের কোন অনুপাতটি সঠিক?
একটি রাইফেলের গুলি একটি নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করতে পারে।এরুপ টি তক্তা ভেদ করতে হলে এর বেগ কত গুণ হতে হবে?
কোনো বস্তুকে কত বেগে নিক্ষিপ্ত করলে ঐ বস্তু আর পৃথিবীতে ফিরে আসবে না?
যখন কোনো বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় তখন কী ঘটে?
15 কেজির এক শিশু 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় দুলছে।দোলনের বিস্তার 0.5 মিটার হলে দোলন কাল কত?
মানবদেহের তাপমাত্রা মাপার জন্য ফারেনহাইট স্কেলকে নিম্নলিখিত কোন সীমার মধ্যে দাগাংকিত করা থাকে?
বরফ গলনের সুপ্ত তাপ কত?
পানির ভিতর তরঙ্গ দৈর্ঘ্য 5.8 মিটার, পানিতে শব্দের বেগ 145 মিটার/সেকেন্ড হলে কম্পাংক কত হবে?
কোনো একটি সুরের কম্পাংক অপর একটি সুরের কম্পাংকের দ্বিগুণ হলে,প্রথম কম্পাংক দ্বিতীয়টির কম্পাংকের কত ওপরে বলা হয়?
একটি হুইটষ্টোন ব্রীজের চার বাহুতে যথাক্রমে 4Ω,6Ω,8Ω ও 10Ω এর রোধ আছে।চতুর্থ বাহুতে কত মানের একটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করলে ব্রীজটি সাম্যাবস্থায় আসবে?
তাপমাত্রার কোন স্কেলটি বস্তুর ভৌত গুণাবলীর ওপর নির্ভরশীল নয়?
তাপ ধারণ ক্ষমতার একক কোনটি?
আপেক্ষিক বিকিরণ ক্ষমতার একক কোনটি?
কোনো স্থানে শব্দের তীব্রতা 10-4Wm-2 হলে ডেসিবেল (dB) এককে ঐ স্থানের তীব্রতা কত?
30° সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত?
0.02 মি প্রস্থের একটি ধাতব পাত (6Wbm-2) চৌম্বক আবেশ ক্ষেত্র পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত।পাতের মধ্যে ইলেক্ট্রনের তাড়ণ বেগ (4×10-3ms-1) হলে সৃষ্ট হল বিভবের মান কত?
হিসটেরেসিস ধর্ম কোন পদার্থে রয়েছে?
একটি তারের কুন্ডলীর ক্ষেত্রফল 2×10-4Am2 এবং কুন্ডলীর মধ্য দিয়ে 0.01A বিদ্যুৎ প্রবাহ চললে কুন্ডলীর দ্বিপোল মোমেন্ট কত হবে?