5 ফুট লম্বা এক ব্যক্তি একটি খাড়া সমতল দর্পণে তাহার পূর্ণ প্রতিবিম্ব দেখতে চায় । এ ক্ষেত্রে দর্পণের ন্যূনতম উচ্চতা কোনটি হওয়া উচিত ?
রাস্তার বাঁকে সাইকেল আরোহীর নতি কোণের মান কিসের উপড় নির্ভর করে না?
সর্বনিম্ন কত বেগে কোন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না ?
ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত কত ?
গ্রীন হাউজ প্রতিক্রিয়া কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় ?
1 m ব্যাসার্ধ এর একটি গোলাকার পরিবাহীর পৃষ্ঠে IC চার্জ স্থাপন করলে কেন্দ্র হতে 0.5 m দূরে তড়িৎ প্রাবল্য কত হবে ?
6Ω রোধের একটি তারকে টেনে তিনগুন লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত হবে ?
1.5 প্রতিসরাঙ্কের কাঁচ দ্বারা নির্মিত একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কোনটি ?
1.4 μF ধারকত্ব বিশিষ্ট একটি ইলেকট্রনিক যন্ত্রের টার্মিনাল দ্বয়ের মধ্যে 3000V বিভব পার্থক্য দেয়া হলো । ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত ?
একটি জলাশয়ের প্রকৃত গভীরতা 6 m প্রতিসরাঙ্ক পানির জন্য 43 হলে এর আপাত গভীরতা কত ?
প্লাটিনামের কার্যাপেক্ষক 6.31ev হলে সূচন কম্পাঙ্ক কত ?
দীর্ঘ দৃষ্টি প্রতিকারে কোন লেন্স ব্যবহৃত হয় ?
সরল দোলককে কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে নিলে দোলন কত হবে ?
সবচেয়ে কম ভরের কণিকা কোনটি ?
বস্তুর যে ধর্মের জন্য গ্লাসের গায়ে পানির ফোটা লেগে থাকে তা হলো-
কাঁচ ও পারদের মধ্যকার স্পর্শকোণ কোনটি
10 cm ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের সামনে কত দূরে বস্তু স্থাপন করলে বস্তুর সমান আকারের সদবিম্ব পাওয়া যাবে ?
একটি স্থির বস্তু 5m/s2 সম-ত্বরণে চলা শুরু করল। কত দূরত্বে বস্তুটির বেগ 25m/s হবে?
50gm ভরের একটি বস্তুকে 30cm দীর্ঘ একটি সুতার একপ্রান্তে বেঁধে বৃত্তপথে প্রতি সেকেন্ডে 3 বার ঘুরানো হচ্ছে। কেন্দ্রমুখী ত্বরণ কত?
একটি নিরেট সিলিন্ডারের ভর M ও ব্যাসার্ধ R। জ্যামিতিক অক্ষ সাপেক্ষে-এর জড়তার ভ্রামক কত?