f:R→R কে f(x)=x2+1 দ্বারা সংজ্ঞায়িত করা হল, f-1(5)=?
যে কোন দিন বর্ষা হবার সম্ভাবনা যদি 50% হয়, তাহলে পাঁচ দিনের মধ্যে একটানা তিন দিন বর্ষা হবার সম্ভাবনা কত?
9 জন লোকের একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, এ যানবাহনের একটিতে 7 জনের বেশী অপরটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত রকম ভ্রমণ করতে পারবে?
নিচের প্রবাহ চিত্রের মাধ্যমে কোন ফল নিণংয় করা যাবে?
দ্বিমিক যোগফল নির্নয় কর : 101011, 110011
একটি অভিসারী ও একটি অপসারী লেন্সের ক্ষমতা যথাক্রমে 5D ও 3D. এদেরকে পরস্পর সংযুক্ত করলে তুল্য ক্ষমতা ও ফোকাস দূরত্ব কত হবে ?
একটি সরল দোলক 0.9 sec এ একবার টিক শব্দ করে । দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত?
একটি মনিটর তৈরির কারখানায় তিনটি ইউনিট A,B,C তে প্রতিদিন যথাক্রমে 1000, 1500, 2500 মনিটর উৎপাদিত হয় । কারখানার তিনটি ইউনিটের উৎপাদিত মনিটরের মধ্যে যথাক্রমে 2%, 3%, 2.5% এুটিপূর্ন । যে কোন একদিনের উৎপাদন হতে নিরপেক্ষভাবে একটি মনিটর নিয়ে দেখা গেল তা এুটিপূর্ন । মনিটরটি ইউনিটে উৎপাদিত হবার সম্ভাব্যতা কত ?
প্রমান 68 g অবস্থায় অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত ?
নিচের কোন দুটির মধ্যে কর্ন সম্পর্ক রয়েছে ?
a এর মান কত হলে A(a, 2a) B(-2, 3) বিন্দুদ্বয়ের সংযোগ রেখা 4x + 3y + 5 = 0 রেখার উপর লম্ব হবে ?
(sinθ+i cosθ)4 এর মান হল-
∑r=15cr5 এর মান হল-
∫ex(1+sinx)1+cosxdx = ?
∫0π4sinxdx= ?
যদি tan x=ba হয়, তাহলে a cos 2x + b sin 2x এর মান হল-
একটি ত্রিভূজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4, 5 একক হলে ত্রিভূজের অন্তব্যাসার্ধ কত ?
একটি পাথর একটি কুয়ার মধ্যে ফেলে দেওয়া হল যার গভীরতা 30 মিটার । পানিতে পাথর পড়ার আওয়াজ শোনা যাবে-
4.9 m উচ্চতা হতে একটি চোর মাথায় 20 kg ভারী বাক্স নিয়ে লাফ দিল । পতনকালে তার মাথায় কত চাপ পড়বে ?
দশমিক সংখ্যা 877 কে দ্বিমিক সংখ্যায় প্রকাশ করলে হয়-