কোন বিন্দুতে 60° কোণে ক্রিয়ারত দুইটি সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 9N বলের সাহায্যে ভারসাম্য রাখা হয়েছে। সমান বলদ্বয় কত?
কোন ত্রিভুজের বাহুগুলো 2x+3, x2+3x+3, x2+2x হলে বৃহত্তম কোনটি কত?
'A' অনুকূল ঘটনার সম্ভাবনা P(A) এর অবস্থান কোনটি হবে?
যদি A = a1a2..........a8 হয়, তবে AAc = ?
tan 3π2+π3 =?
Y = বক্ররেখার যে বিন্দুতে x=12 , সেই বিন্দুতে উহার ঢাল নির্ণয় কর?
∫0111+3x2dx =A হলে, A এর মান কত?
এক ব্যক্তি A হতে 40km/h বেগে B তে গেল এবং B হতে 60km/h বেগে A তে ফিরে এল । তার গড় বেগ কত?
একটি গাড়ি 50m/s বেগে চলিতেছে। গাড়ীর চালক ব্রেক চাপিয়া 5ms/s1 মন্দন সৃষ্টি করিল। ইহার বেগ 8s পরে কত হইবে?
f(x)=1x+x-1এর ডোমেন কত?
a এর মান কত হলে x³+x²+x+a রাশি x+2 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে?
9x²-6px+q² এর সর্বনিম্ন মান কোনটি?
x²+ax+8=0 এর একটি মূল 4 এবং x²+ax+b=0 এর মূলদ্বয় সমান হরে b এর মান কত?
(0, 2) বিন্দু y=5x₂+3x+c বক্ররেখার উপর অবস্থিত্ ঐ বিন্দুতে বক্ররেখার উপর অঙ্কিত স্পর্ষক ax+cy+1 রেখার সমান্তরাল হলে a এর মান কত?
মূলবিন্দুগামী একটি সরররেখা সমীকরণ নিচের কোনটি, যা (-1,-2) ও (1, 2) বিন্দুগামী সরররেখা ওপর লম্ব?
y²=x এবং x² =y পরাবৃত্ত দ্বয়ের ছেদবিন্দুর সংযোজককে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের কেন্দ্রঃ
limx→∞axsin(b/ax), a>0 এর মান কত?
y=2x হলে, (-2, 4) বিন্দুতে dy/dx এর মান কত?
y=3x² যদি 2x²y"+5xy'+ky=0 সমীকরণের সমাধানহয়, তবে K এর মান কত?
∫04/1eaxd(x) এর মান কত?
পোলার স্থাঙ্ক একটি বক্ররেখার সমীকরন r2sin2θ=36 । বক্ররেখাটি কার্তেসীয় স্থানাঙ্কে নিচের কোন বিন্দু দিয়ে যায়?
Cosec-1(5/4)+Sec-1(5/4)এর মান কত?
ভূমির সাথে tan⁻¹(4/3) কোণে 9.8 m/s বেগে একটি বস্তুকে উপরের দিকে চোড়া হলো। 3/5 sec পরে বস্তুর বেগ ভূমির সাথে কত কোণ তৈরি করে?
a এর মান হলে A→=ai^+4j^+3k^ ভেক্টরটি x অক্ষেরে সাথে 30° কোণ উৎপন্ন করে?
a×a×a×a×a×a= কত?
(০.২×.০২×০.০০২)/(০.১×০.০৪) এর মান কত?
n উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা কত হবে?
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ১৬ গজ এবং প্রস্থ ১২ গজ। এর ভিতরে চারদিকে ২ গজ চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
a+1a=3 হলে, a3+1a3 এর মান কত?
কোন ক্লাসে x সংখ্যক ছাত্রী আছে এবং ছাত্রী ও ছাত্রের অনুপাত a : b । ঐ ক্লাসে কতজন ছাত্র আছে?
2+4+8+16+….. ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে, n এর মান কত?
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তিনগুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
5 কি ধরনের সংখ্যা?
যদি x+y=6 হয় তবে x2y4 এর বৃহত্তম মান নির্ণয় কর।
দুইটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের ল.সা.গু. 360 হলে সংখ্যা দুটি কী কী?
x এর মান নির্ণয় করুন: 3x=16
am.an= am+n কখন হবে?
(8x)0 =কত?
ত্রিভুজ ABC তে AB=AC হলে নিচের কোনটি সত্য?
যদি MANAGEMENT কে ২৩৪৩৭৫২৫৪৯ দ্বারা প্রকাশ যায় তবে TEN কে কোন সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়?
১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
১০২ রাশিটি (০.০১)৩ এর কতগুণ?
8x2-34x+21 এর উৎপাদক কোনটি?
(১৫÷১৫×১৫)(১৫÷১৫ এর ১৫) সরল করলে তার মান হবে?
যদি fx=x2-2x এবং gx=x2+1হয় তবে gf-20 এর মান কত ?
4×nP3=5×n-1P3 হলে n এর মান কত ?
∫01dx2x-x2 - এর মান কত ?
x2 - y2 = 0 এর জ্যামিতিক রুপ কি?
limx→0 sin-1xx এর মান কত ?
(115)10 কে দ্বিমিক আকারে প্রকাশ করলে হয় -