60Ω রোধের একটি যন্ত্রের মধ্য দিয়ে 2.5 amp তড়িৎ 6 মিনিট প্রবাহিত হলে, উৎপন্ন তাপের পরিমান কত ?
মুল বিন্দুর সাপেক্ষে অন্য কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে কি বলা হয় ?
বৃত্তাকর পথে প্রতি মিনিটে 600 বার ধ্রুবগতিতে ঘুর্ণায়মান কোন বস্তুর কৌণিক বেগ কত হবে ?
প্রমাণ চাপ কোনটি ?
সামান ধারকত্বের দুটি ধারকরে সমান্তরাল সমবায়ে থাকাকালীন ধরকত্ব, শেণীবদ্ধ সমবায়ে থাকাকালীন ধারকত্বের কত গুণ ?
একটি বস্তুকণার মোট শক্তি এর স্থিতিস্থাপক শক্তির অর্ধেক। বস্তুকণাটির বেগ কত ?
P,Q ও R পরস্পর লম্ব হলে, নিম্নের কোন সম্পর্কটি সত্য ?
তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি কত ?
প্রতি ফিশনে গড়ে কি পরিমাণ শক্তি নির্গত হয় ?
জার্মেনিয়াম এর পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ড এর শক্তির পার্থক্য কত ?
একটি r ব্যাসার্ধের বৃত্তাকার পথে বস্তুর কৌণিক বেগ (ω) এবং রৈখিক বেগ ( u ) এর মধ্যে সম্পর্ক হলো-
একটি পোল্ট্রিফার্মের মালিক তার ফার্মের মুরগীর সংখ্যা 500 থেকে বাড়িয়ে 2000 করার সিদ্ধান্ত নিলেন । এর ফলে ফার্মের শব্দের তীব্রতার লেভেল কত বৃদ্ধি পাবে ?
কোন বস্তুর ভর 8.36 ×10-3 Kg । এর পুরোটাই শক্তিতে রুপান্তরিত করা হলো ।কি পরিমান শক্তি উৎপন্ন হবে ?
যেসব পদার্থের তাপমাত্রা বাড়লে রোধ কমে, তাদের বলা হয় -
একটি গোলীয় দর্পনের 15 cm সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 60 cm পেছনে প্রতিবিম্ব গঠিত হয়। দর্পনটির ফোকাস দুরত্ব ।
উৎসের কম্পাংক কত হলে আমরা শব্দ শুনতে পাই ?
m ভরের বস্তুর উপর বল প্রযুক্ত হওয়ার বেগ হল v । এই অবস্থায় গতিশক্তির পরিমান হয় -
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক-
কোন বস্তুকে অসীম দুরত্বে সরাতে যে কাজ করতে হবে, তার সমীকরন হবে-
একটি সরল দোলকের দৈর্ঘ্য 4 ft । কোন স্থানে অভিকর্ষজ ত্বরণ 32 ft/s2 হলে, ঐ স্থানে দোলকটির দোলনকাল কত ?
সান্দ্রতা কার ধর্ম ?
400 watt ক্ষমতা বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাতিকে 200 volt সরবারহ লাইনের সাথে যুক্ত করলে তার রোধ কত Ω হবে ?
একটি চাকার ভর 10kg এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5m চাকাটির জড়তার শ্রামক কত?
একটি বর্তনীতে 50 Volt এর উৎস সংযোগ দেওয়ায় 5 Amp একমুখী প্রবাহ পাওয়া যায়। উৎসটির কম্পাঙ্ক কত?
নিচের কোন রাশিটি ভেক্টর রাশি নয়?
একটি সেকেন্ড দোলক প্রতি মিনিটে কতবার দোলন দেয়?
এনট্রপির পরিবর্তনের একক কোনটি?
ক্রান্তি বিন্দু বলা হয়-
দুটি ভেক্টরে যোগফল এদের --- এবং মধ্যবর্তী কোণের উপর নির্ভরশীল-
রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়?
0°C তাপমাত্রা 1 গ্রাম বরফকে উক্ত তাপমাত্রার পানিতে পরিণত করতে কত ক্যালরী তাপের প্রয়োজন হবে?
0°C তাপমাত্রায় অক্সিজেনের মূল গড় বর্গবেগ কত?
নিচের কোনটি ধারকের শক্তির সমীকরণ নয়-
10 আলোক বছরে কত Km হবে?
অর্ধ পরিবাহী ডায়োড কে কি বলা হয়?
কোনটি বাতাসে শব্দের বেগ বৃদ্ধি করে?
হাইওপিয়া সংশোধন করতে প্রয়োজন-
একটি বস্তুকে 100 m/sec বেগে এবং 29.34° নিক্ষেপ কোণে শূন্যে নিক্ষেপ করা হলো। 3sec পর বস্তুটির উচ্চতা নির্ণয় কর-
রেডিও আইসোটপের ব্যবহার কোনটি
একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 600 Ă এর কম্পাঙ্ক কত?
কোন বাড়ীর মেইন মিটার 10amp-220 volt চিহ্নিত করা আছে। কতগুলো 60W এর বাতি ঐ বাড়ীতে নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে?
কত ডিগ্রী অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে g এর মানকে প্রমান্য (Standard of reference) হিসেবে ধরা হয়।
টর্কের একক হলো-
গ্রীন হাউজ থেকে তাপ বিকিরন হতে পারে না কেন?
2Ω রোধের একটি অ্যামিটার 0.2 A মাপতে হলে কত মানের সান্ট ব্যবহার করতে হবে?
চশমার ক্ষমতা যদি +2 ডায়ণ্টার হয় তাহলে লেন্সটি-
ভেক্টর রাশির যোগ নিম্নের কোন সূত্রের সাহায্যে করা যায় না?
কোন নির্দিষ্ট অক্ষ বরাবর একক সমকৌণিক বেগে ঘূর্ণরত কোন বস্তুর গতিশক্তি সংখ্যাগতভাবে এর জড়তার ভ্রামকের-
একটি তারকার ভর পাঁচ সৌরভরের সমান। তারকাটি কৃষ্ণ বিবরে পরিণত হলে এর শোয়ার্জলিল্ড ব্যাসার্ধ কত হবে?
72km/hr বেগে চলামান একটি গাড়ির চালক 40m দূরে একটি শিশুকে রাস্তার উপর দেখতে পেলেন। সাথে ব্রেক করায় গাড়িটি শিশুটির 50cm সামনে এসে থেমে গেল। গাড়িটি থামতে কত সময় লাগলো এবং কত বল প্রয়োগ করতে হলো? (আরোহীসহ গাড়ির ভর 1000kg )