300 K তাপমাত্রায় ও 0.526 atm চাপে 15 g নাইট্রোজেন গ্যাসের আয়তন কত?
মানুষের রক্তের pH 7.4 হলে এই রক্তের 1 mL এ OH- এর সংখ্যা নির্ণয় কর।
কোন জৈব পদার্থের 24 g 100 cm3 জলীয় দ্রবণে দ্রবীভূত আছে। কি পরিমাণ পদার্থ ঐ দ্রবণ হতে নিষ্কাশিত হবে যদি প্রতিবারে 50 cm3 ইচ্ছার প্রবণ দ্বারা দুইবার নিষ্কাশণ করা হয়? ইথার এবং পানিতে পদার্থটির কটন গুণাংক ইথারের অনুকূলে 4।
25°C তাপমাত্রায় ও 1 atm চাপে 400 ml আয়তনের N2 গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় কর।
2.86 g কাপড় কাচার স্ফটিকার সোডাকে পানিতে দ্রবীভূত করে 100 mL দ্রবণ প্রস্তুত করা হলো। দ্রবণটির মোলার ঘনমাত্রা নির্ণয় কর।
লঘু H2SO4 এ এক টুকরা লোহা দ্রবীভূত আছে। একটিকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.02 M KMnO4 দ্রবণের 98.5 cm3 লাগে। লোহার টুকরাটির ভর কত ছিল?
নিচের কোন সমীকরণটি সঠিক?
একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়ার △n=12। কত কেলভিন তাপমাত্রা Kp ও Kc এর মান যথাক্রমে 40.5 এবং 5.5 হবে? R=0.082 L atm.mol-1K-1
নিচের বিক্রিয়ায় যৌগটির রাসায়নিক সংকেত লিখ।
CH3COOH→Red P+Cl2 ClCH2COOH →KCN(alc Solution) CNCH2COOH →Dil HCl reflux[A]
1.25 M NaOH দ্রবনের শতকরা মাত্রা (w/v) নির্ণয় কর?
ফরমালিন সনাক্ত করার জন্য নিচের কোন বিকারকটি ব্যবহার করা যায়?
নিচের কোন যৌগটি অ্যারোমেটিক ও অ্যালিফ্যাটিক উভয় ধর্ম প্রদর্শন করে।
IUPAC পদ্ধতিতে CH33CCH2CHCH32 যৌগটির নাম কি?
কোয়ান্টাম সংখ্যার নিম্নোক্ত কোন সেটটি সঠিক নয়?
10 টন জিংক অক্সাইডকে 10 টন চারকোলসহ বিজারিত করেন কি পরিমান জিংক উৎপন্ন হবে?
20 mL আয়তনের CuSO4 প্রবণকে টাইট্রেশন করতে 0.1 M 20 ml Na2S2O3 দ্রবণ দরকার হয়। প্রদত্ত দ্রবণে কপারের পরিমাণ কত?
CoNH36Cl3 জটিল যৌগটিতে কয়টি বন্ধন আছে?
একই চাপে ও তাপে একই ছিদ্রপথে P ও Q নামক দুইটি গ্যাসের নিঃসরণ হার যথাক্রমে 0.3 এবং 0.2। যদি Q গ্যাসের ঘনত্ব 10 হয়, তবে P গ্যাসের আণবিক ভর কত হবে?
25°C তাপমাত্রায় Al(OH)3 এর দ্রাব্যতা গুণফল 3.7×10-15 হলে Al(OH)3 এর দ্রাব্যতা কত হবে?
25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল (Kw) ও মোলার ঘনমাত্রা থেকে বিয়োজিত ও অবিয়োজিত পানির অনুপাত বের করা।
-13∘C তাপমাত্রায় 1500 ml আয়তনের একটি পাত্রে 6.023×1022 সংখ্যক অক্সিজেন অণু উপস্থিত আছে। গ্যাসের চাপ কত?
aXa এবং bYe মৌল দুইটির মধ্যে b - a = 5.6 হলে, Y মৌলটির শ্রেণি নির্ণয় কর।
গণিত CaCl2 থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 20 g ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে?
হফম্যান ডিগ্রোডেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ কোনটি?
কোন দ্রবণের pH =8.5 এবং আয়তন 2.5 litter দ্রবণে কতটি H+ আয়ন আছে?